হঠাৎ সাকিব আল হাসানের ইনজুরিই যেন ভাগ্য খুলে দিল মাহমুদউল্লাহ রিয়াদের। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস করতে নামলেই এ অলরাউন্ডার বনে যাবেন দেশের দশম টেস্ট অধিনায়ক হিসেবে। ব্যাপারটাকে অন্যরকম চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এ ডানহাতি।
নেতৃত্ব পেয়ে রোমাঞ্চিত মাহমদুউল্লাহ। কিন্তু এ ডানহাতি এভাবে টেস্ট দলের দায়িত্ব চাননি। তারপরও যখন সুযোগটা পেয়েছেন, ভালোভাবেই চান কাজে লাগাতে। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্রিকেটারদের জীবনে অনেক চ্যালেঞ্জ থাকবে। এটাই স্বাভাবিক। কখনও সময় পক্ষে থাকে, কখনও নয়। আমার জন্য এটি ভালো সুযোগ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ সিরিজ এটি দলের দিক থেকে। যেভাবে আমরা ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিলাম, সেই জায়গাটায় ফিরে গিয়ে আবার ধরে রাখা গুরুত্বপূর্ণ।’
সাকিবের জন্য দুঃখবোধ থাকলেও সেটি খেলার মধ্যে নিতে চান না। মনে-প্রাণেই প্রতিজ্ঞা করে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শ্রীলঙ্কাকে এক বিন্দুও ছাড় না দেওয়ার ‘আমি যখন আমার নিজের কাজে থাকব, তখন কোনো কিছুতেই ছাড় দেব না। যেভাবেই হোক দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করব। সেটি শক্তভাবেই হোক কিংবা যেভাবেই হোক। সবদিক দিয়েই চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশকে ভালো কিছু দিতে হবে। এটাই আমার দায়িত্ব ও কর্তব্য।’
অধিনায়কত্বকে উপভোগ্ করতে চান রিয়াদ। এজন্য যে কোনো সিদ্ধান্ত মাথা ঠান্ডা করেই চেষ্টা করবেন নিতে।,‘আমার মনে হয়, অধিনায়কত্বের বড় একটা কাজ হচ্ছে মাঠের মধ্যে অনেক সিদ্ধান্ত নিতে হয়। আপনি যদি মাথা ঠান্ডা না রাখতে পারেন, তাহলে সেটা কঠিন হয়ে যাবে। মাথা ঠান্ডা না রাখলে সিদ্ধান্ত এদিক-সেদিক হয়ে যেতে পারে। আমি ঘরোয়া ক্রিকেটেও যখন অধিনায়কত্ব করি, তখন মাথা ঠান্ডা রাখি।’
Discussion about this post