সময়টা যখন খারাপ যায় তখন নাকি এমনই হয়! আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৭ বছর পার করে দেওয়ার পর এবার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল। সাকিব আল হাসানের জন্য বিষয়টা তো বিব্রতকরই। এমনিতেই দেশে ফিরে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে পারেননি। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে নিজের সেই ইমেজটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য ক্যারিয়ারটাও শেষের পথে সাকিবের। ঠিক এ অবস্থায় আর ঝামেলায় পড়লেন।
সাকিব গেল ভারত সিরিজের আগে সারের হয়ে একটি ম্যাচে খেলেন। সেখানে ম্যাচে একটা বলও অ্যাকশনের কারণে ‘নো’ ডাকা হয়নি। কিন্তু ম্যাচ শেষে দুই আম্পায়ার নিজেদের সন্দেহের কথা জানান। সেপ্টেম্বরে সমারসেটের বিপক্ষে খেলেন সাকিব। ১৩ বছর পর আবারও কাউন্টিতে কেলতে যান। ২০১১ সালে উস্টারশায়ারের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাকে।
এবার নেমেই সাফল্য পেয়েছেন। ২ ইনিংসে নিয়েছেন ৯ উইকেট। কিন্তু সেই ম্যাচটাতে তার বোলিং অ্যাকশন নিয়েই উঠল প্রশ্ন। দুই আম্পায়ার স্টিভ ওশ’নেসি ও ডেভিড মিলন্সের কাছে সন্দেহজনক মনে হয়েছে। যার ফলে এখন তাকে যেতে হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পরীক্ষায়।
অনুমোদিত একটা জায়গায় বোলিংয়ের পরীক্ষা দেওয়ার জন্য সাকিবের আলাপ চলছে। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সাকিবকে। তবে তার আগে তার খেলতে কোন সমস্যা নেই। খেলা চালিয়ে যেতে পারবেন বাংলাদেশের এই কিংবদন্তি ক্রিকেটার।
৩৭ বছর বয়সী সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৪৪৭ ম্যাচ। নিয়েছেন সবমিলিয়ে ৭১২টি আন্তর্জাতিক উইকেট। সেই সাকিবই কীনা এবার নতুন পরীক্ষায়!
Discussion about this post