ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাস্তবতা যাই বলুক হাল ছাড়ছেন না তিনি। লড়ে যাচ্ছেন। বয়স, সম্ভাবনা সব উড়িয়ে প্রস্তুত করছেন নিজেকে। এবারের বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে নিজেকে আরও একবার ‘প্রমাণের’ মঞ্চ হিসেবেই দেখছেন মোহাম্মদ আশরাফুল। এ জন্য মেদ কমিয়ে নিজেকেও প্রস্তুত করে নিয়েছেন অ্যাশ।
বড় আসরে অনেক দিন পর সুযোগ পেয়েছেন সেই সুযোগটা কাজে লাগাতে চেষ্টার কমতি থাকবে না তার। মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে তিনি খেলবেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে। এই বড় তারকা ক্যারিয়ারের দুঃসময়ে দাঁড়িয়ে ফের চেনাতে চান নিজেকে।
বয়স ৩৬ পেরিয়েছেন। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নটা বিসর্জন দেননি। যদিও সেটি মিশন ইমপসিবলই। তারপরও জাতীয় দলে অন্তত একবারের জন্য জায়গা করে নিতে চান। আর সেই স্বপ্ন পূরণ করতে ব্যাটে রান তুলতে হবে-সেটি ভাল করেই জানেন আশরাফুল।
এই তারকা ক্রিকেটার জানাচ্ছিলেন, ‘বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে জাতীয় দলে ঢুকতে হবে এমন চিন্তা করছি না। আমার ভাবনায়- টুর্নামেন্ট নিয়েই ভাবছি। এ টুর্নামেন্ট খেলার অপেক্ষায় আছি। শেষ তিন মাস আমি যে অনুশীলন করেছি সেটির সুফল পেতে চাই।’
ফিটনেস পরীক্ষায় পাশ করেই বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে খেলার যোগ্যতা অর্জন করেছেন আশরাফুল। তার আগে লম্বা সময় ধরে করেছেন পরিশ্রম। আশরাফুল বরছিলেন, ‘শেষ আট মাস আমি ফিটনেস নিয়ে বেশ সচেতন ছিলাম। এবার এই টুর্নামেন্ট আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। জাতীয় দলে খেলার স্বপ্ন সবারই থাকে। আমারও রয়েছে। যদিও আপাতত সেটি ভেবে খেলছি না।’
Discussion about this post