ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোমান সানা বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আলোচিত এক নাম। এবার নুতন এক অর্জন যোগ হলো এই আর্চারের নামের পাশে। বিশ্ব আর্চারির বর্ষসেরা আর্চারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। পুরুষদের রিকার্ভে এবং ব্রেকথ্রু এই দুই ইভেন্টে বিশ্ব আর্চারির সংক্ষিপ্ত বর্ষসেরার তালিকায় আছেন বাংলাদেশের রোমানা সানা।
আর্চারির বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের নাম।
সাধারণ দর্শক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোট সমন্বয় করে বর্ষসেরা আর্চারের নাম ঘোষণা করা হবে। নতুন বছরের পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে নিজের পছন্দের সেরা আর্চারকে বেছে নেয়ার ভোট প্রক্রিয়া। বিভিন্ন ইভেন্টে আর্চারির বর্ষসেরাদের নাম ঘোষণা হবে আমেরিকার লাস ভেগাসে ইনডোর আর্চারির বিশ্ব সিরিজের ফাইনালে ৮ ফেব্রুয়ারি।
পুরুষদের রিকার্ভ, নারীদের রিকার্ভ, পুরুষদের কমপাউন্ড, নারীদের কমপাউন্ড, পুরুষদের প্যারা, নারীদের প্যারা-এই ইভেন্টগুলোতে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটের মাধ্যমে বর্ষসেরা আর্চারের নাম ঠিক করা হবে। আবার বর্ষসেরা কোচ, বর্ষসেরা ব্রেকথ্রু এবং বর্ষসেরা জাজ-এই তিন ইভেন্টে বর্ষসেরা আর্চারের নাম নির্ধারিত হবে শুধুমাত্র বিশেষজ্ঞ প্যানেলের ভোটে।
টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রথম আর্চার হিসেবে সরাসরি অংশগ্রহণের টিকিট পেয়েছেন রোমান সানা। গত জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলে ব্রোঞ্জ পদক জয়ী রোমান সানা সরাসরি অলিম্পিকে খেলার টিকিট পয়েছেন। তার আগে সরাসরি অলিম্পিকে খেলা প্রথম বাংলাদেশি হলেন গলফার সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর ২০১৬ সালের রিও অলিম্পিকের গলফে ছিলেন তিনি।
২০১৭ সালের ২৫ আগস্ট কিরগিজস্থানে আর্ন্তজাতিক আর্চারি টুর্নামেন্টে পুরুষদের রিকার্ভে স্বর্ণপদক জেতেন রোমান সানা। ২০১৯ সেপ্টেম্বরে ফিলিপাইনে এশিয়া কাপে পুরুষদের রিকার্ভে ইভেন্টে স্বর্ণপদক জেতেন সানা। নেপালের এস এ গেমসেও স্বর্ণপদক পেয়েছেন তিনি।
Discussion about this post