প্রথম ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে জয়। এরপর প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডকে তারা উড়িয়ে দেয় ৫-২ গোলে। কিন্তু বুধবার ছন্দপতন হল। আগেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করা ফ্রান্স এবার গোলশুন্য ড্র করল ইকুয়েডরের সঙ্গে। তারপরও ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই নকআউট পর্বে উঠল ফরাসিরা।
এই গ্রুপের আরেক ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের সঙ্গী হল সুইজারল্যান্ড। হ্যাটট্রিক করেছেন জেরদান শাচিরি। ৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় এই হন্ডুরাসের সঙ্গে ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল সুইজারল্যান্ড। এবার সেই প্রতিশোধ নিল সুইসরা।
কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে ফ্রান্স পাচ্ছে নাইজেরিয়াকে। সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকা
দেশ ম্যাচ জয় ড্র হার পক্ষে গোল বিপক্ষে গোল গোল পার্থক্য পয়েন্ট
কোস্টা রিকা ৩ ২ ১ ০ ৪ ১ +৩ ৭
উরুগুয়ে ৩ ২ ০ ১ ৪ ৪ ০ ৬
ইতালি ৩ ১ ০ ২ ২ ৩ −১ ৩
ইংল্যান্ড ৩ ০ ১ ২ ২ ৪ −২ ১
Discussion about this post