তিনি যে মোটরবাইক প্রেমী এ কথা সবারই জানা। কিন্তু সেই মহেন্দ্র সিং ধোনির গ্যারেজে কতোগুলো মোটরবাইক আছে সেটা কি আপনি জানেন? না, জানারই কথা। তবে যে অনুমান করেছেনে তারও চেয়ে বেশি গাড়ি রয়েছে তার গ্যারেজে। শুনলে বিস্মিত হবেন ৪৩-৪৪টি বাইক আছে ধোনির!
তথ্যটা দিলেন তারই সতীর্থ রবীন্দ্র জাদেজা। বলেন, ‘একবার বাইক নিয়ে ওর সঙ্গে গল্প করছি। সেদিন ও বলল, ঠিক ক’টা বাইক ওর গ্যারেজে আছে। সংখ্যাটা নিজেও সঠিক করে বলতে পারেনি। শুধু বলল, ‘ওই ৪৩-৪৪টা হবে।’ আমি তো শুনে অবাক হয়ে গিয়েছিলাম। ধোনি জানিয়েছিল, এতগুলো বাইক থাকলেও, অর্ধেকের বেশি চালানোই হয় না। গ্যারেজেই থাকে!’
জাদেজা আরো জানালেন, ‘ধোনির সঙ্গে কথা হচ্ছিল বাইক নিয়ে। ও আমাকে বলল, ‘হায়াবুসা বাইক কেনার কথা যদি ভেবে থাকো, তা হলে বলব এই বাইকটা বেশ ভাল। তবে এই বাইক চালাতে গেলে পেশির শক্তি বাড়াতে হবে। নিয়মিত জিমে যেতে হবে। কারণ, এই বাইক নিয়ে রাস্তায় একবার বেরোলে, ঘনঘন বাঁক নিতে ইচ্ছে করবে। নানা কসরত করতে ইচ্ছে করবে।’
জাতীয় দলে ক্রিকেট দলের হয়ে ক্রিকেট খেলার জন্য এখন আর বাইক চালানোর সময় পাননা। এ নিয়ে ধোনির আক্ষেপের শেষ নেই! অবশ্য টেস্ট থেকে অবসরের পর বাইক চালানোর কিছুটা সময় মিলেছে!
Discussion about this post