বয়সের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। একের পর এক মাইলফলক গড়ে যাচ্ছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। রোববার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত হাফসেঞ্চুরি গড়ার পথে পথে অনন্য এক কীর্তি গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভারতের হয়ে চতুর্থ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি হাফসেঞ্চুরির ল্যান্ডমার্ক স্পর্শ করেন তিনি।
এদিন ঠিক সময়ে কথা বলে তার ব্যাট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন চাপে তখন ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়াকে (৬৬ বলে ৮৩) নিয়ে ১১৮ রানের জুটি গড়েন ধোনি। তারপর সপ্তম উইকেটে ভুবনেশ্বর কুমারকে নিয়ে ৭২ রানের আরেকটি দারুন জুটিতে দলকে স্বস্তি এনে দেন। ৮৮ বলে ৭৯ রান করেন করেন মাহি।
ওয়ানডেতে এটি ৩৬ বছর বয়সী ভারতীয় সাবেক অধিনায়কের ৬৬তম হাফসেঞ্চুরি। টেস্টে ৩৩ এবং টি-টোয়েন্টিতে একটি হাফসেঞ্চুরি করেন ধোনি। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখন তার হাফসেঞ্চুরি ১০০টি।
এর আগে ভারতের হয়ে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলি হাফসেঞ্চুরির এই সেঞ্চুরি করেছেন। ১৬৪টি হাফসেঞ্চুরি করা শচীন শীর্ষে আছেন। রাহুল দ্রাবিড় ১৪৬টি ও সৌরভ করেন ১০৭টি হাফসেঞ্চুরি।
আন্তর্জাতিক ওয়ানডেতে হাফসেঞ্চুরির সেঞ্চুরি করা ব্যাটসম্যানরা হলেন- রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, শিবনারায়ন চন্দরপল, ব্রায়ান লারা, জ্যাক ক্যালিস, ইনজামাম উল হক, সানাৎ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, এবি ডি ভিলিয়ার্স ও অ্যালান বোর্ডার।
Discussion about this post