সোমবার থেকেই ফের নতুন মিশনে নেমে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এই লড়াইয়ের প্রথমটি মিরপুরের শেরেবাংলায়। মাঠের লড়াইয়ের আগে জানা গেল সিরিজের পুরোটা সময়ে কারা ধারাভাষ্য দেবেন।
এই তালিকাতে অবশ্য নেই তামিম ইকবালের নাম। খেলা না ছাড়লেও নতুন একটা পরিচিতি যোগ হয়েছে জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের। বাংলাদেশের ভারত সফরের সময় ধারাভাষ্য কক্ষে ছিলেন তিনি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও ধারাভাষ্য দেবেন তামিম এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু তাকে এবার আর দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার ঘরের মাঠের এই সিরিজের জন্য ধারাভাষ্য প্যানেলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুই ম্যাচ টেস্ট সিরিজে থাকবেন মোট ৭ ধারাভাষ্যকার। যেখানে সফরকারী দল দক্ষিণ আফ্রিকা দলের দুজন শন পোলক ও এইচডি অ্যাকারম্যান রয়েছেন। বাংলাদেশের ধারাভাষ্যকার আছেন আতহার আলী খান, শামিম চৌধুরী, সমন্বয় ঘোষ ও মাজহার উদ্দিন অমি। জিম্বাবুয়ের এডওয়ার্ড রেইন্সফোর্ডও আছেন ধারাভাষ্যে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে সসিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সিরিজের শেষ টেস্ট শুরু ২৯ অক্টোবর থেকে, চট্টগ্রামের মাঠে।
Discussion about this post