ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যর্থতার বৃত্তে বন্ধী বাংলাদেশ। কিছুতেই ধরা দিচ্ছে না সাফল্য। টি-টুয়েন্টি বিশ্বকাপে শুরু। এরপর দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে জিততেই ভুলে গেছে টাইগাররা। এ অবস্থায় ফের আরেক চ্যালেঞ্জ। সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার সেই পাকিস্তানের সঙ্গে লড়াই। তার আগে সমালোচনাটাও শুনতে হচ্ছে। কারণ সাদা পোশাকের ক্রিকেটে যে কিছুতেই সাফল্য মিলছে না।
এ অবস্থায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলার আগে অপ্রিয় প্রশ্নের মুখোমুখি মুমিনুল হক। অবশ্য সংবাদ সম্মেলনে অধিনায়ক জানাচ্ছিলেন, ধানক্ষেতেও পেশাদার ক্রিকেটারদের ভালো খেলতে হবে।
মুমিনুল আত্মবিশ্বাস নিয়ে বলেন, ‘দেখুন, পেশাদার খেলোয়াড় হিসেবে উইকেট কিংবা এগুলো নিয়ে অজুহাত দেওয়া কাম্য নয়। এটাতে আমি নিজেও একমত নই। যদি ধানক্ষেতেও খেলতে দেওয়া হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে সেখানেও আপনাকে ভালো খেলতে হবে। আমার মনে হয়, এসব নিয়ে অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদারিত্ব দেখালেই ভালো হয়।’
বিস্ময়কর হলেও সত্য-অভিষেকের পর ১২৫টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ১৫টিতে। ড্র করেছে ১৭টি ম্যাচে। ৯৩ ম্যাচে হার!
এদিকে ঢাকা টেস্টের দলে ফিরেছেন বোলার তাসকিন আহমেদ। কিন্তু টেস্টে খেলতে কতটা তৈরি তাসকিন? চট্টগ্রাম টেম্টে পাওয়া ইনজুরিতে ডানহাতে সেলাই পড়ে চারটি। এ অবস্থায় ক্ষত পুরোপুরি না শুকিয়ে ম্যাচ খেলতে নেমে গেলে বড় ঝুঁকির সম্ভাবনা আছে।
এনিয়ে শুক্রবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘ওর অবস্থা যদি বলেন, এখনও ওইভাবে, এই ম্যাচ খেলার জন্য হয়তো কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়তো কালকে আরেকটু দেখতে হবে। তখন সিদ্ধান্ত নিতে পারব। তবে আমার কাছে মনে হয়, নিউজিল্যান্ডে খেলার জন্য বেশি প্রস্তুত থাকবে সে।”
বলা দরকার, ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। সফরে স্বাগতিকদের সঙ্গে তারা খেলবে দুটি টেস্ট।
Discussion about this post