ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুক্রবার রাতে সাকিব আল হাসানের স্ট্যাটাসটি ছড়ি পড়ে দ্রুত। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানান সাকিব আল হাসান। কিন্তু এরপরই উত্তেজিত হয়ে উঠেন ক্রিকেটপ্রেমীরা। ফেসবুকে তার অফিসিয়াল পেজে কমেন্টে সেই প্রতিবাদ জানায় সবাই।
তারপর সেদিনই আলোচিত স্ট্যাটাসটি নিজের অফিসিয়াল পেজ থেকে মুছে দেন সাকিব।
শুক্রবার বাংলাদেশ গভীর রাতে তারপরই অফিসিয়াল পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। যেখানে বলেন-দয়া করে আমাকে ভুল বুঝবেন না!
এর আগে প্রথম স্ট্যাটাসটিতেই ভুল বোঝাবুঝির শুরু। যেখানে সাকিব লিখেছিলেন, ‘অভিযুক্ত পরিবহনের রুট পারমিট বাতিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অবস্থায় তোমাদের কাছে বিনীত অনুরোধ করব, ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে।’ কিন্তু এই মন্তব্যটা ক্রিকেটপ্রেমীরা ভালভাবে নেয়নি।
এরপরই স্ট্যাটাসটি মুছে দেন সাকিব। প্রকাশ করেন নতুন একটি ভিডিও বার্তা।
ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ খেলার আগে তিনি বলেন, ‘আমার সকল ভক্তদের জানাচ্ছি যে আপনারা হয়তো আমার ব্যাক্ত করা কথায় আমাকে ভুল বুঝছেন। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমারও আপনাদের সবার মতো পরিবার আছে, যাদের নিরাপত্তা আমার কাছেও অনেক বেশি মুল্যবান। আমি আপনাদেরই একজন, আমি সব সময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং কথা দিচ্ছি ভবিষ্যতেও থাকব। আমি শুধু বলতে চাই যে আপনাদের আন্দোলনকে একটি সঠিক ফলাফলে পৌছে দেয়ার জন্যে আমাদের সরকার কে সুযোগ দেয়া উচিত যেন সরকার খুব দ্রুত আপনাদের দাবি বাস্তবায়ন করতে পারে।’
এরপরও অবশ্য ক্ষোভ কমেনি ভক্তদের। সাকিব তোপের মুখেই আছে।”
Discussion about this post