ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন তিনি। এবার ঢাকা প্রিমিয়ার লিগেও চলছে ফরহাদ রেজার দাপট। তারই পথ ধরে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে গড়েন লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের দ্রুততম ফিফটির রেকর্ড।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের এই ব্যাটসম্যান শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ফিফটি করেন মাত্র ১৮ বলে।
এর আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির আগের রেকর্ডটি গড়েন নাজমুল হোসেন মিলন। যিনি ‘ছক্কা মিলন’ নামে পরিচিত। ২০০৭ সালে জাতীয় লিগের একদিনের ম্যাচে ঢাকা বিভাগের হয়ে খুলনা বিভাগের বিপক্ষে ফিফটি করেন মাত্র ১৯ বলে।
সোমবার উইকেট ভেজা থাকায় শেখ জামাল ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটি হয়ে যায় ২৬ ওভারের। এই ম্যাচে ফরহাদ রেজা মাঠে নেমে ঝড় বইয়ে দেন। ৩৪ রানে অবশ্য জীবন পান। তারপর ৩৮ রান থেকে তাইজুল ইসলামকে বিশাল দুটি ছক্কায় ফরহাদ পা রাখেন ফিফটিতে। গড়েন নতুন রেকর্ড।
ইনিংস আছে তিনটি চারের সঙ্গে ৬টি ছক্কা। ২০ বলে ৫৬ করে আউট হনফরহাদ। ১২ বছর আগে মিলনের সেই রেকর্ড গড়া ইনিংসটিও ছিল ২০ বলে অপরাজিত ৫৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বর: ২৬ ওভারে ২৩৯/৬ (ইমরান ৭৫, সাইফ ৩৬, সাদ ৫১, ফরহাদ ৫৬, আরাফাত সানি জুনি. ২*, সৈকত ১, মাহমুদুল ৪; খালেদ ৫-০-৬৫-০, তাইজুল ৬-০-৫০-১, সাকিল ৬-০-৪০-৩, ইলিয়াস সানি ৪-০-৩৩-১, জিয়াউর ৫-০-৩০-১, তানবীর ১-০-১৪-০)।
শেখ জামাল: ২৬ ওভারে ২৩৮/৯ (ফারদিন ৫, ইমতিয়াজ ৩৪, নাসির ৯, অনুষ্টুপ ৪৪, সোহান ৩৭, জিয়াউর ৪৬, তানবীর ৩৬, ইলিয়াস সানি ৬, তাইজুল ১, সাকিল ৬*, খালেদ ৪*; আরাফাত সানি ৫-০-৪৯-০, আবু জায়েদ ৫-০-৪৮-৩, ফরহাদ ৬-০-৩৫-৩, সৈকত ৩-০-৫৬-০, সাদ ৫-০-২৯-১, আরাফাত জুনি. ২-০-২১-২)।
ফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১ রানে জয়ী
ম্যাচসেরা: ফরহাদ রেজা
Discussion about this post