চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় দিয়ে তারা শুরু করেছিল আইপিএল সেভেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই হোচট খেল কলকাতা নাইট রাইডার্স। শনিবার রাতে দুবাইয়ে সাকিব আল হাসানদের বিপক্ষে ৪ উইকেটে জিতল দিল্লি ডেয়ারডেভিলস।
অধিনায়ক কেভিন পিটারসেনকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচে খেলতে নামা দিল্লি প্রথম জয় পেল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে কলকাতা। আর নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রান করে তারা। ২২ বলে অপরাজিত ৩০ রানের করেন সাকিব। যাতে ছিল দুটি চার ও এক ছক্কা। ৪৮ রান করেন মনিশ পান্ডে। ৪১ বলে রবিন উথাপ্পা করেন ৫৫।
নাথান কোল্টার নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে অনেক নাটকীয়তা শেষে বল ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে দিল্লি।
দীনেশ কার্তিক ৪০ বলে করেন ৫৬ রান। তবে সত্যিকারের জয়ের নায়ক জেপি ডুমিনি। ৩৫ বল খেলে তিনি করেন অপরাজিত ৫২।
সাকিব ৩ ওভারে ২৫ রান দিয়ে অবশ্য কোন উইকেট পাননি।
http://youtu.be/sFrXP-lfkmI
Discussion about this post