ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়ের হিসাবে প্রায় ৮ বছর। ফের জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ক্রিকেট দল। করোনা কালে টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই স্বাগতিকদের সঙ্গে লড়বে টাইগাররা। তার আগে মঙ্গলবার ভোরে দেশ ছেড়েছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা। ক্রিকেটাররা সেলফিতে বিমানবন্দর থেকে দোয়া চাইলেন দেশবাসীর।
মঙ্গলবার (২৯ জুন) ভোর চারটায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাতীয় টেস্ট দল জিম্বাবুয়ের পথে ছাড়ে দেশ। কাতারের দোহায় প্রায় ছয় ঘণ্টার ট্রানজিট। সেখান থেকে সরাসরি জিম্বাবুয়ের হারারেতে পৌঁছাবে লাল-সবুজের প্রতিনিধিরা। পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে থাকা সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে সরাসরি যাবেন ৩ জুলাই।
ঢাকার বিমানবন্দর থেকে সেলফি দিলেন, মুশফিকুর রহিম। এই অভিজ্ঞ ক্রিকেটার চাইলেন দোয়া। ধারাভাষ্যকার আতহার আলী খান ও পেসার তাসকিন আহমেদের সঙ্গে একটি সেলফি ফেসবুকে দিয়ে লিখলেন, ‘ঢাকা বিমানবন্দরে, জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। অনুগ্রহ করে আপনাদের প্রার্থনায় রাখুন আমাদেরকে।’ দোয়া চেয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
সব শেষ ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ দল। যেখানে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে ড্র করলেও ওয়ানডে সিরিজে হেরে ফিরতে হয় দেশে। করোনাকালীন কোনো সফরে কোয়ারেন্টাইন নিয়ে ঝামেলা নেই এই সফরে। পৌঁছানোর পরের দিন থেকেই অনুশীলনের সুযোগ পাবেন মুমিনুল হকরা। অবশ্য সবাইকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে।
সফরে ৭ জুলাই শুরু একমাত্র টেস্ট। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই তিনটি ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টুয়েন্টি ম্যাচ। প্রতিটিই হবে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে।
টেস্ট দল-
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post