ক্যারিয়ারে শৃঙ্খলা ভেঙ্গে আরো একবার জরিমানার মুখে পড়লেন সাব্বির রহমান। তার বাজে আচরণ নিয়ে উঠল প্রশ্ন। আম্পায়ারের সঙ্গে অশালীন আচরণের দায়ে তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হল সিলেট সিক্সারসের ক্রিকেটারকে। আর্থিকভাবে এই জরিমানা প্রায় দেড় লাখ টাকা। একই সঙ্গে আচরণ বিধি ভাঙায় যুক্ত হল তিন ডিমেরিট পয়েন্ট।
ঘটনা সোমবারের, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে। ম্যাচ শেষে কুশল বিনিময় করছিলেন সিলেটের ক্রিকেটার সাব্বির। তখনই আম্পায়ার মাহফুজুর রহমান লিটুকে আচমকা অকথ্য ভাষায় গালি দিতে শুরু করেন তিনি। ম্যাচে মোহাম্মদ নবির বলে তাকে এলবিডাব্লিউতে আউট দেওয়ার সিদ্ধান্তেই নাখোশ ছিলেন সাব্বির। এ কারণেই মেজাজ হারান!
এরপরই সাব্বিরের বিরুদ্ধে ২-মাত্রার বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়। ম্যাচ রেফারি দেবব্রত পাল বলেন, ‘সাব্বিরকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার আচরণ বিধিতে যুক্ত হয়েছে আরও তিনটি ডিমেরিট পয়েন্ট।’
বলা দরকার, গত বিপিএলেও ‘গুরুতর’ শৃঙ্খলাভঙ্গের দায়ে সাব্বিরকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। এবারো সেই একই ভুল করলেন তিনি!
Discussion about this post