মানসিকভাবে বাজে অবস্থাতেই ছিলেন। এবার শরীরটাও ভাল যাচ্ছে না রুবেল হোসেনের। সব মিলিয়ে ভেঙ্গে পড়েছেন জাতীয় দলের এই তারকা পেসার। এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন রুবেল। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে হারের পর থেকেই মন খারাপ তার। জয়ের এতো কাছে গিয়েও ভারতের বিপক্ষে জেতা হয়নি।
সেই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া রুবেল বর্তমানে শারীরিকভাবেও ভালো নেই। এখন এই পেসার আছেন নিজ বাড়ি বাগেরহাটে। সেখান থেকেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অসুস্থতার খবর জানান রুবেল।
মন খারাপ করা একটি ছবি দিয়ে লিখেছেন, ‘অনেক অসুস্থ হয়ে পড়লাম। সবাই আমার জন্য দোয়া করবেন’। ভক্তরাও তার রোগ মুক্তি নিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়াও করেছেন সবাই।
Discussion about this post