আবারো শিরোপার খুব কাছেই গিয়েও হারের যন্ত্রনায় নীল হল বাংলাদেশ ক্রিকেট দল। নিদহাস ট্রফিতে ভারতের কাছে শেষ বলের ছক্কায় ৪ উইকেটে হারল টাইগাররা। তবে লড়াই করে হারের তৃপ্তি নিয়ে সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১১.৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন জাতীয় দলের তারকারা।
এর আগে টুর্নামেন্টে খেলতে গত ৪ মার্চ টুর্নামেন্টে অংশ নিতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল।
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে শ্রীলঙ্কা। যেখানে লঙ্কানদের বিপক্ষে অসাধারন দুটি জয় নিয়ে ফাইনালে উঠে আসে বাংলাদেশ। যদিও সেখানে রোহিত শর্মার দলের সঙ্গে জেতা হয়নি।
শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইগারদের হারের তিক্ত স্বাদ দেন দিনেশ কার্তিক। সব মিলিয়ে তৃপ্তি আর অতৃপ্তি দুটো সঙ্গী করেই ফিরলেন ক্রিকেটাররা।
Discussion about this post