ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মেলে দরতে পারেনি বাংলাদেশ। যে কারণে সুপার টুয়েলভ পর্ব থেকেই দলটি নিয়েছে বিদায়। তাই শুক্রবার বিকেলে দেশে ফিরেছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। সংযুক্ত আরব আমিরাত থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। দেশে পৌঁছেছেন বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে।
শুক্রবার দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান-নাসুম আহমেদ শরিফুল ইসলাম, নাইম শেখ, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারি। বিসিবি চিকিৎসক ও মিডিয়া ম্যানেজারও এসেছেন তাদের সঙ্গে।
বিশ্বকাপ শেষ হলেও সংযুক্ত আরব আমিরাতে থেকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ। মূলত পরিবারের সঙ্গে সময় কাটাতেই ছুটি নিয়েছেন তারা।
মাহমুদউল্লাহ-মুশফিকরা দলের সঙ্গে না ফেরায় শুক্রবার রাতের মধ্যে ঢাকায় পা রাখবেন ১০ ক্রিকেটার।
Discussion about this post