সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচটা কঠিন করে জিতল পাকিস্তান। কার্ডিফের সোফিয়া গার্ডেনে লংকান সিংহদের গড়া ২৩৬ রান টপকাতে খুব বেশ বেগ পেতে হয় পাকিস্তানকে। শেষ পর্যন্ত ভাগ্যের সাহায্য নিয়ে ৩ উইকেট জয় তুলে নেয় তারা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে ইংল্যান্ডকে পাচ্ছে পাকিন্তান। এই দুই দলের এবারই হবে দুই দলে মধ্যে প্রথম সাক্ষাত। শেষ চারের ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার শেষ নেই। সব টিকিট বিক্রি হয়ে গেছে।
ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের লক্ষ্য শিরোপা জয়। আর পাকিস্তান কখনোই ফাইনাল খেলার সুযোগ পায় নি। এবার জিতে ইতিহাস গড়ার অপেক্ষায় তারা। বুধবারই লড়বে এই দুই দল। তারপরের দিন বাংলাদেশ-ভারত ম্যাচ। ফাইনালে উঠার লড়াইয়ে দুইবারের চ্যাম্পিয়নকে পেয়েছে টাইগাররা।
সেমিফাইনাল লাইন আপ
১৪ জুন ইংল্যান্ড-পাকিস্তান
১৫ জুন বাংলাদেশ-ভারত
Discussion about this post