অাগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে প্রতিটি দলই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খেলবে প্রস্তুতি ম্যাচ। যেখানে বাংলাদেশ ক্রিকেট দল লড়বে দুই জায়ান্ট ভারত-পাকিস্তানের সঙ্গে।
একমাত্র স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে নিজেদের প্রস্তুত করবে।
মাশরাফি-সাকিবরা পাকিস্তানের বিপক্ষে ২৭ মে বার্মিংহামে এবং ৩০ মে ওভালে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে। সব মিলিয়ে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা প্রতিটি দলই দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ছাড়াও টাইগারদের গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ৫ জুন। নিউজিল্যন্ডের বিপক্ষে ৯ জুন ম্যাচ কার্ডিফে। টুর্নামেন্ট খেলতে ২৬ এপ্রিল দেশ ছাড়বে টাইগাররা। তার আগে অবশ্য ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নেবে মাশরাফির দল।
প্রস্তুতি ম্যাচের সূচি-
তারিখ ভেন্যু দেশ
২৬ মে ২০১৭ ওভাল, লন্ডন অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা
২৭ মে ২০১৭ এজবাস্টন, বার্মিংহাম বাংলাদেশ বনাম পাকিস্তান
২৮ মে ২০১৭ ওভাল, লন্ডন ভারত বনাম নিউজিল্যান্ড
২৯ মে ২০১৭ এজবাস্টন, বার্মিংহাম অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
৩০ মে ২০১৭ এজবাস্টন, বার্মিংহাম নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা
৩০ মে ২০১৭ ওভাল, লন্ডন বাংলাদেশ বনাম ভারত
Discussion about this post