বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষের পথে। এরইমধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স। সবার আগে শেষ চারের টিকিট পেয়েছে তারা। তবে বাকি তিনটি দল কারা সেটি এখনো নিশ্চিত হয়নি।
এ অবস্থায় বিপিএলের প্লে-অফে ওঠার লড়াইটা বেশ জমে উঠেছে। টুর্নামেন্টের বাকি ৬ দলই রয়েছে লড়াইয়ে। এমন কী সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালস পয়েন্ট তালিকায় একেবারে নিচে থাকলেও তাদের উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কাগজে-কলমে বেঁচে আছে তাদের সম্ভাবনা।
শীর্ষ তিনে থাকা চিটাগাং কিংস বা ফরচুন বরিশালও এগিয়ে থাকলেও তাদের প্লে-অফ নিশ্চিত হয়নি।
এ অবস্থায় বিপিএলে সব দলই কমপক্ষে ৭ ম্যাচ করে খেলেছে। ৯ ম্যাচ পার করেছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। দল দুইটির পয়েন্ট টেবিলে অবস্থান যথাক্রমে ৬ষ্ঠ ও ৫ম। সিলেট স্ট্রাইকার্সের বাকি আছে আরও ৪ ম্যাচ। খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল দুই দলই খেলেছে ৭টি।
বিপিএল পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান
রংপুর রাইডার্স ৮ ৮ ০ ১৬ +১.৫৪৪
চিটাগাং কিংস ৮ ৫ ৩ ১০ +১.২৭১
ফরচুন বরিশাল ৭ ৫ ২ ১০ +১.১০১
খুলনা টাইগার্স ৭ ৩ ৪ ৬ -০.১৭৯
দুর্বার রাজশাহী ৯ ৩ ৬ ৬ -১.৬৯৫
ঢাকা ক্যাপিটাল ৯ ২ ৭ ৪ -০.২৭৯
সিলেট স্ট্রাইকার্স ৮ ২ ৬ ৪ -১.৩৮২
Discussion about this post