২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি সিরিজ হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে। নতুন সূচি অনুযায়ী, দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত।
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজ শুরু হবে ২৮ মে প্রথম ম্যাচ দিয়ে, দ্বিতীয় ম্যাচ ৩০ মে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১ জুন। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে স্থানীয় সময় রাত ৮টায়, যা বাংলাদেশ সময় রাত ৯টা।
বাংলাদেশ দল পাকিস্তানে পৌঁছাবে ২৫ মে। এরপর দুই দিন অনুশীলন করে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
শুরুতে সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে ম্যাচের পরিকল্পনা ছিল। কিন্তু সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতির কারণে সূচিতে পরিবর্তন আসে। যুদ্ধবিরতির পর নিরাপত্তা অনুমোদন পেয়ে তিন ম্যাচের নতুন পরিকল্পনায় সম্মতি দেয় বিসিবি। দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি ফারুক আহমেদের আলোচনায় নতুন সূচি চূড়ান্ত হয়।
Discussion about this post