মাশরাফি বিন মুর্তজা ছাড়া ওয়ানডে দলের প্রায় সবাই আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে। শনিবার ঘোষিত দুই ম্যাচের সিরিজের দলে ফিরলেন মুমিনুল হক, লিটন দাস, নাসির হোসেন, রুবেল হোসেন আর শফিউল ইসলাম। তামিম ইকবালের জায়গায় দলে ডাক পেলেন মুমিনুল।
এই সিরিজ দিয়েই টি-টুয়েন্টি ক্রিকেটে শুরু হবে সাকিব আল হাসান যুগ। তার নেতৃত্বে খেলতে নামবে বাংলাদেশ। তার দলে অবশ্য নেই উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান, পেসার শুভাশিস রায় চৌধুরী ও বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।
তবে আছেন লিটন দাস, নাসির হোসেন। টেস্ট খেলে দেশে ফিরলেও উড়িয়ে নেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আর মুস্তাফিজুর রহমানের জায়গায় গেছেন শফিউল ইসলাম। সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৬ অক্টোবর।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
টি-টুয়েন্টি সিরিজ-
প্রথম টি-টুয়েন্টি: ২৬ অক্টোবর।
দ্বিতীয় টি-টুয়েন্টি: ২৯ অক্টোবর।
Discussion about this post