ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে শনিবার সকালে ঢাকা ছাড়লেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।এই মৌসুমে টি-টুয়েন্টি ব্লাস্টে এসেক্সের হয়ে খেলবেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ক্রিকেট খেলার সময়ই কাউন্টিতে এসেক্সে খেলার প্রস্তাব পেয়েছিলেন তামিম। তখন হ্যা বলে দেন নি। দেশে ফিরে পরিবার, বিসিবির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন এ বাঁহাতি ওপেনার।
সবকিছু ঠিক থাকলে ৮ থেকে নয়টি ম্যাচ খেলার সুযেোাগ পাবেন তিনি। তবে অজি ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার দ্বন্দে বাংলাদেশ সফরটা এখন শঙ্কায় আছে। সেক্ষেত্রে আরো বেশিদিন ইংল্যান্ডে থাকতে পারেন তামিম। যদিও তারপর তার সামনে ব্যস্ত সূচি। অস্ট্রেলিয়ার পরই আছে দক্ষিণ আফ্রিকা সফর। তারপর দেশে ফিরে বিপিএল। জানুয়ারিতে শ্রীলঙ্কার আসার কথা। আগামী ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফর। দম ফেলার সুযোগ নেই।
কাউন্টি অভিজ্ঞতা অবশ্য আগেই হয়েছে তামিমের। নাটিংহ্যামশায়ারের হয়ে ২০১১ সালে কাউন্টি খেলেছিলেন তিনি।
চলুন দেখে নিন তামিমের ম্যাচগুলোর সূচি–
০৯ জুলাই: কেন্ট বনাম এসেক্স – রাত ৮টা
১৩ জুলাই: এসেক্স বনাম সমারসেট – রাত ১২টা
১৬ জুলাই: এসেক্স বনাম গ্ল্যামরগান – সন্ধ্যা সাড়ে ৭টা
১৯ জুলাই: সারে বনাম এসেক্স – রাত সাড়ে ১১টা
২১ জুলাই: এসেক্স বনাম হ্যাম্পশায়ার – রাত ১২টা
২৩ জুলাই: গ্ল্যামরগন বনাম এসেক্স – সন্ধ্যা সাড়ে ৭টা
২৭ জুলাই: মিডলসেক্স বনাম এসেক্স – রাত সোয়া ১১টা
২৯ জুলাই – এসেক্স বনাম গ্লেচেস্টারশায়ার – রাত ১২টা
Discussion about this post