ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি বিশ্বকাপ দলে থাকবেন-এমনটাই ধারণা করেছিলেন বিশ্লেষকরা। তারণ ফিট তাসকিন আহমেদ জাতীয় দলের অটোমটিক চয়েজ। বেশ কয়েক বছর ধরেই অসাধারণ ক্রিকেট খেলে নিজের জায়গাটা পোক্ত করে নিয়েছেন এই পেসার। কিন্তু এই তারকা ক্রিকেটারটিকেই কীনা ম্যাচ ফিটনেস নেই বলে প্রশ্ন তুলেন নির্বাচকরা। তাকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দলে ঘোষণা করেন। এনিয়ে সরব হয়ে উঠেন অনেকেই।
তবে হাল ছাড়েন নি তিনি। জবাব দিতে দেরি করলেন না লিজেন্ডস অব রূপগঞ্জের তাসকিন। শুক্রবার বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আগুন ঝরা বোলিয় করলেন তিনি। সব শঙ্কা কাটিয়ে বুঝিয়ে দিলেন বিশ্বকাপে খেলতে প্রস্তুত তাসকিন।
একদিন আগে ফেসবুকে তাসকিন লিখেছিলেন, স্বপ্ন তোমার পিছু ছাড়ব না – আমি অবিচল ছুটে যাব হারব না – যতই আসুক বাধা করি অতিক্রম – অবাক পৃথিবী জেনো আমিই ব্যতিক্রম ! তুমি অপমানিত আত্মসম্মানে আঘাত রাগে ক্রোধে ক্ষোভে মুস্টিবদ্ধ-
থেমে যাও প্রতিশোধ এভাবে নিতে নেই – ময়দানে জবাব হবে কেউ পাবেনা রেহাই – কাজ দিয়ে সংগ্রাম দিয়ে – যোগ্যতায় পৌঁছাও নিজেকে বোঝাও নিজেকে চেনো – অন্যের খেতে মই দিয়ে হবে কি পাবে কি – মেলে নি মেলে না – খোলেনি বাঁধ – প্রমাণ করো তুমি শ্রেষ্ঠ – স্বপ্ন পিছু তাড়া করো উৎকৃষ্ট – স্বচেষ্ট তুমি লড়াকু তুমি বীর তুমি এ পৃথিবী তোমাকে চুমি – তুমি রাঙ্গা প্রাণ তুমিই পরিত্রাণ তুমি শিখা অনির্বাণ তুমি অভিধান – তোমাতেই সমাধান তুমি কবিতা গান – মহাকাশে তিরোধান তুমি নৃবিজ্ঞান !
সেই কথারই যেন বাস্তব ছোঁয়া দেখা গেল। আন্তর্জাতিক ক্রিকেটে নেই আবার ম্যাচ ফিটনেস নিয়েও যে শঙ্কা ছিল তার খড়কুটোর মতো উড়িয়ে দিলেন তাসকিন। বিশ্বকাপ দলে যে যুক্তিতে রাখা হয়নি তাকে তা মিথ্যে প্রমাণ করলেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রথম ম্যাচটা অবশ্য তেমন ভাল ছিল না। এক ম্যাচ বিরতি শেষে মাঠে নেমেই বুঝিয়ে দিলেন তিনি সেই চেনা ছন্দে। প্রাইম দোলেশ্বরের নিজেকে উড়ার করে দিলেন তাসকিন। ৯ ওভারে ৫৪ রানে ৪ উইকেট নেন ফিটনেস ইস্যুতে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া এই পেসার!
অথচ এই ম্যাচেই খেললেন বিশ্বকাপে জায়গা পাওয়া আরেক পেসার আবু জায়েদ রাহি। প্রাইম দোলেশ্বরের এই পেসার ছিলেন ম্লান। তাসকিনের মোকাবেলায় চেনা গেল না তাকে। মাত্র ৩ ওভার বল করার সুযোগ পেয়ে ১৬ রানে কোন উইকেটই পেলেন না। বিশ্লেষকরা বলছেন আবু জায়েদের জায়গাতেই হয়তো বিশ্বকতাপে সুযোগ মিলবে তার।
গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে ১২ ম্যাচে ১৪.৪৫ গড়ে নেন ২২টি উইকেট। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন। কিন্তু দুর্ভাগ্য পিঁছু নেয় তার। শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান গোড়ালিতে। এরপর থেকেই মাঠের বাইরে। যেতে পারেন নি নিউজিল্যান্ড সফরেও।
চোট কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচেও খেলেন। সাবেক চ্যাম্পিয়ন ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জে খেলতে পেরে উচ্ছ্বসিত তিনি। অবশ্য এরপর এক ম্যাচের বিরতি। তবে দ্বিতীয় ম্যাচে ফিরেই দেখালেন চমক!
দুঃখজনক হলেও সত্য একটু আগেই লিজেন্ডস অব রূপগঞ্জের এই তারকাকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেন। কিন্তু তার ফিটনেস ফিরে পেতে হাতে যথেষ্ট সময় ছিল। বিশ্বকাপ শুরু হতে এখনো দেড় মাস। তারপরও পরিক্ষীত ক্রিকেটার তাসকিনকে বাদ দেন নির্বাচকরা!
অথচ ২০১৫ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন তিনি। বাংলাদেশের পেস অ্যাটাকে অন্যতম অস্ত্র তাসকিন ৬ ম্যাচে ৯ উইকেট শিকার করে দলকে তুলেন কোয়ার্টার ফাইনালে। তাকেই কীনা বাদ দিয়েছেন নির্বাচকরা।
বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাসকিন। তবে ২৪ বছর বয়সী পেসার হাল ছাড়ার পাত্র নন। ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলে জায়গা করে নিতে চান তিনি। সেই মিশন শুরু হয়ে গেলো। এখনো তার বিশ্ব্কাপ স্বপ্ন মরে যায়নি। ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ শুরু ৩০ মে। তার আগে ২৩ মে পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। বিশ্বকাপের একাদশে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে মাঠে তাকেও দেখতে চান বিশ্লেষক আর ভক্তরা।
Discussion about this post