রুবেল হোসেনের হ্যাটট্রিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ৪৩ রানে জিতে নিল বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ধুঁকছিল নিউজিল্যান্ড। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮২ রান করতেই বৃষ্টি নেমে আসে মিরপুরে। বন্ধ হয়ে যায় খেলা। এরপর খেলা শুরু হলে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে কিউইদের ৩৩ ওভারে টার্গেট দাড়ায় ২০৬ রান। মানে শেষ ১৩ ওভারে আরো ১২৪ রান। কিন্তু রুবেল হোসেনের হ্যাটট্রিকে ম্যাচে ফিরে বাংলাদেশ। শেষপর্যন্ত ২৬ রান দিয়ে ৬ উইকেট তিনিই এই পেসারই জয়ের নায়ক। ২৯.৫ ওভারে ১৬২ রান তুলে শেষ হয়ে যায় কিউইদের ইনিংস।
এর আগে মাত্র ২৫ রান তুলতেই বাংলাদেশ হারায় ৩ উইকেট। সাজঘরে ফিরেন তামিম ইকবাল, মমিনুল হক এবং আনামুল হক। সেই বিপর্যয় থেকে সত্যিকারের অধিনায়কের মতো দলকে টেনে তুলেন মুশফিকুর রহীম। সঙ্গে নাঈম ইসলাম। তাদের দৃঢ়তায় বাংলাদেশ ৪৯.৫ ওভারে অলআউট হয়ে তুলে ২৬৫ রান। কিউইদের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
মুশফিক ৯৮ বলে ৯০ রান করে ফিরে যান সাজঘের। নাঈমের ব্যাট থেকে আসে ১১৫ বলে ৮৪। জ্বরে আক্রান্ত সাকিব আল হাসানের জায়গায় খেলতে নামেন তিনি।
মঙ্গলবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ব্যাটিং উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল এবং এনামুল হক। কিন্তু ৫ রান করে টিম সাউদির বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তামিম। এরপর কোন রান না করেই রানআউট হয়ে যান টেস্ট সিরিজের সেরা মমিনুল হক। স্ট্রাইকিংয়েই যেতে পারেন নি তিনি! এরপর অপয়া ১৩ রানে ফিরে যান এনামুল হক। ২৯ রান আসে মাহমুদুল্লাহর ব্যাট থেকে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির এই ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। জ্বরের কারনে খেলতে পারছেন না এ অলরাউন্ডার। সাকিব তীব্র জ্বর নিয়ে সোমবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। জ্বর বাড়ায় রাত দশটার দিকে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাকিবকে। মৌসুমে জ্বরে ভুগছেন মুশফিকুর রহীম এবং মমিনুল হকও।
জাতীয় দলের সাবেক স্পিনার শেখ সালাউদ্দিনের মৃত্যুতে শোকাহত বাংলাদেশের ক্রিকেটাররা হাতে কালো ব্যাজ পড়ে খেলতে নেমেছেন। ম্যাচ শুরুর আগে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটাররা। গত সোমবার মারা গেছেন এই সাবেক ক্রিকেটার।
২০১০ সালে সর্বশেষ ওয়ানডে লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৪-০ তে ‘বাংলাওয়াশ’ করেছিল টাইগাররা। এবার ১-০’তে এগিয়ে গেল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৫ ওভারে ২৬৫/১০ (তামিম ৫, এনামুল ১৩, মুমিনুল ০, মুশফিক ৯০, নাঈম ৮৪, নাসির ১, মাহমুদুল্লাহ ২৯, সোহাগ ৬, মাশরাফি ৬, রাজ্জাক ১২, রুবেল ৩*; নিশাম ৪/৪২, সাউদি ৩/৩৪, অ্যান্ডারসন ২/৪৬)
নিউজিল্যান্ড: ২৯.৫ ওভারে ওভারে ১৬২/৯ (রাদারফোর্ড ১, ডেভিসিচ ২২, এলিয়ট ৭১, টেইলর ৮, অ্যান্ডারসন ৪৬, ব্রেন্ডন ম্যাককালাম ০, নিশাম ০, নাথান ম্যাককালাম ১০, সাউদি ০, ম্যাকক্লেনাগান ১*; রুবেল ৬/২৬, মাহমুদুল্লাহ ১/২৭, সোহাগ ১/৩৬, রাজ্জাক ১/৪৫)
ফল: ডাকওয়াথ ও লুইস ম্যাথডে বাংলাদেশ ৪৩ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: রুবেল হোসেন।
http://youtu.be/oX2_TxZ0LQE
Discussion about this post