ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টিতে শক্তিশালী এক দল আফগানিস্তান। টুর্নামেন্টে ফেভারিট তারাই। সেই দলটি দুর্দান্ত দাপটে শুরু করেছে ওভাই ক্রিকেট সিরিজ। নিজেদের প্রথম ম্যাচেই উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়েকে। আফগানদের করা ১৯৭ রানের জবাবে জিম্বাবুয়ে থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানে।
২৮ রানের জয় নিয়ে মিরপুরের শেরেবাংলার মাঠ ছাড়ে রশিদ খানের দল। টি-টুয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এখন ৮-০ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। সব মিলিয়ে এটি তাদের টানা ১১তম জয়!
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট নামে আফগানরা। তারপরও দল তুলে ৫ উইকেটে ১৯৭ রান। জবাবে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তুলে ১৬৯ রান। এনিয়ে ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হারল হ্যামিল্টন মাসাকাদজার দল।
এর আগে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ (৪৩) ঝড়ো সূচনা এনে দিলেন আফগানিস্তানকে। যদিও এরপর দ্রুত চারটি উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। কিন্তু নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবির ব্যাটে দল তুলে নেয় বড় স্কোর। পঞ্চম উইকেটে মাত্র ৪০ বলে ১০৭ রানের জুটি গড়েন তারা। এক পর্যায়ে তারা টানা সাত বলে হাঁকান সাত ছক্কা!
তখন ৮ বল থেকে আসে ৪৭ রান। ৩০ বলে ছয় ছক্কা ও পাঁচ চারে ৬৯ রানে অপরাজিত ছিলেন নাজিবউল্লাহ। নবি চার ছক্কায় ১৮ বলে তুলেন ৩৮ রান।
জবাবে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। তবে শেষদিকে রান পেলেও জয়ের পথ তৈরি হয়নি। রেগিস চাকাভা ও নেভিল মাদজিভার চেষ্টা বিফলে গেল। ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন রশিদ।
রোববার এই জয়ের রেশ নিয়েই বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ২০ ওভারে ১৯৭/৫ (রহমানউল্লাহ ৪৩, জাজাই ১৩, তারাকাই ১৪, আসগর ১৪, নাজিবউল্লাহ ৬৯*, নবি ৩৮; এনদিলোভু ৪-০-৩৫-১, জার্ভিস ৪-০-৫৩-০, চাতারা ৪-০-৫৩-২, উইলিয়ামস ৪-০-১৬-২, বার্ল ১-০-৪-০, মাদজিভা ৩-০-৩৪-০)
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬৯/৭ (টেলর ২৭, মাসাকাদজা ৩, আরভিন ১০, উইলিয়ামস ০, মাতুমবদজি ২০, বার্ল ২৫, চাকাভা ৪২*, মাদজিভা ১৫, জার্ভিস ১৫*; মুজিব ৩-০-২৯-০, ফরিদ ৪-০-৩৫-২, জানাত ৩-০-২৯-১, নবি ২-০-৯-০, নাইব ৪-০-৩২-১, রশিদ ৪-০-২৯-২)
ফল: আফগানিস্তান ২৮ রানে জয়ী
Discussion about this post