দেশের মাঠে প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি। তাইতো এবার সংযুক্ত আরব আমিরাতের পথ ধরল বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার বিকেলে দুবাইয়ের দেশ ছাড়লেন নুরুল হাসান সোহানের দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল সাড়ে পাঁচটার ফ্লাইটে উড়াল দেনটাইগাররা।
দেশ ছাড়ার আগে এ সিরিজের অধিনায়ক নুরুল হাসান সোহান শোনালেন আশাবাদী কথা, ‘অবশ্যই যেটা বললাম যে লক্ষ্য থাকবে জয় লক্ষ্য রেখে খেলা। আমরা যদি দুটা ম্যাচই ভালো মতো জিতে শেষ করতে পারি তাহলে সামনে নিউজিল্যান্ড ট্যুর এবং বিশ্বকাপে কাজে দিবে।’
আগামী মাসে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া বিশ্বকাপে জন্য বাংলাদেশ দলে স্ট্যান্ডবাই ক্রিকেটারসহ সর্বমোট ১৯ ক্রিকেটার আছেন। যদিও দুবাই গেলেন ১৭ জন ক্রিকেটার। অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে অবস্থান করছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এই তারকা খেলবেন না দুবাইয়ের ২ ম্যাচ সিরিজে। অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ব্যক্তিগত কারণে দুবাইয়ে আন্তর্জাতিক ম্যাচে নেই।
আগামী ২৫ অক্টোবরে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দল-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
Discussion about this post