তুমুল সমালোচনার পর অবশেষে মাশরাফি বিন মতুর্জার কথাটাই মেনে নিয়েছেন তার ভক্তরা। শুভাশিস রায়ের তুমুল নিন্দা থেকে সরে এসেছেন অনেকেই। কারণ ভুল তো মানুষই করে। এই ঘটনায় মাশরাফি নিজেই বরং লজ্জিত। তিনি ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়েছেন শুভাশিসও! বুধবার রাতের সেই ঘটনার পর থেকেই উত্তাল সোশাল মিডিয়া। ফেসবুকে শুভাশিসের তুমুল নিন্দা। অবশ্য এর পেছনের কারণটাও ছিল সংগত। তিনি যে মাঠে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফির সঙ্গে অশোভন আচরন করেছেন!
তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। তার সঙ্গে এমন আচরণে বিতর্কের বিষবাস্প ছড়িয়ে পড়াটাই স্বাভাবিক।
কিন্তু ভক্তদের শান্ত করেছেন মাশরাফি। নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সরাসরি লাইভে আসেন তিনি। আর বলেন বাড়াবাড়ি না করতে। তিনি ক্ষমা চেয়েছেন দেশবাসী ও শুভাশিসের কাছেও। এরপর একটি ভিডিও বার্তায় মাশরাফির কাছে ক্ষমা চেয়েছেন শুভাশিস।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের ১৭তম ওভারে ঘটল এই ঘটনা। শুভাশিস দারুণ ইয়র্কার আটকে দিলেন ব্যাটসম্যান মাশরাফি। নিজের বলে ফিল্ডিং করেই বল মাশরাফির দিকে ছুড়ে মারতে উদ্যত হলেন শুভাশিস। মাশরাফি হাত ইশারায় যা বললেন, তার ,মানে দাঁড়ায়-, ‘যাও বল করো’।
এরপরই রেগে উঠেন শুভাশিস! চমকে দিয়ে তেড়ে যান রংপুরের অধিনায়ক মাশরাফির দিকে। জুনিয়র ক্রিকেটারের এমন আচরণে বিস্মিত মাশরাফি। শুভাশিস তারপরও থামেন না। সতীর্থরা হাত-পা ছুড়ে গর্জে চলে। সতীর্থরাও যেন থামাতে পারছিলেন না তাকে।
মাশরাফির সেই ভিডিওর কিছুক্ষণ পরই ফেসবুক লাইভে এসেছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদ। ভিডিওতে দেখা যায়, তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ব্যাটসম্যান এনামুল হক, শুভাশিস ও মাশরাফি। শুরুতেই তাসকিন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এর আগে ভিডিও বার্তায় মাশরাফি বলেছেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আর ও (শুভাশিসের দিকে ইঙ্গিত করে) পুরোপুরি ঠিক আছি। আপনারাও সবাই ঠিক থাকেন, শান্তিতে থাকেন। ইনশা আল্লাহ সামনে আবার দেখা হবে।’ চিটাগং ভাইকিংসের দুই পেসার তাসকিন ও শুভাশিসকে আবারও অভিনন্দন জানিয়েছেন ম্যাশ। অপ্রীতিকর এই ঘটনার শেষ টানতেই হয়তো মাশরাফি-শুভাশিস একসঙ্গে লাইভে এসেছেন। ‘ধন্যবাদ, আর ও কিছু বলবে…’ এই বলে যখন মাশরাফি মোবাইল এগিয়ে দিতেই শুভাশিস হাসিমুখে বলেছেন, ‘সরি ভাই, সরি ভাই।’
দু’জনই আশা করছেন সবাই মাঠের সেই ঘটনা এবার ভুলে যাবে!
Discussion about this post