এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শুরুতেই যে আবাহনীর জন্য এমন চমক অপেক্ষায় ছিল কে জানতো। হার দিয়েই মৌসুম শুরু হয়েছে তাদের। অথচ নায়ক হতে পারতেন আবাহনীর মোহাম্মদ নাঈম শেখ। সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু তাকে পেছনে ফেলে জাকির হাসান দেখালেন ম্যাজিক। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দলকে নবাগত রূপগঞ্জ টাইগার্স হারাল আবাহনীকে।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে ৭ উইকেটে জিতল রূপগঞ্জ টাইগার্স। মিরপুরের শেরেবাংলায় আবাহনীর ২৫৫ রান ৪৮ বল হাতে রেখেই টপকে যায় তারা।
মঙ্গলবার লিগের আরেক ম্যাচে এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরি পেলেন। এরপর মেহেদী হাসান-রাকিবুল হাসানের ঘূর্ণি যাদু। নবাগত সিটি ক্লাবের বিপক্ষে দারুণ জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
উদ্বোধনী দিনে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয় প্রাঈম ব্যাংক-সিটি ক্লাব। যেখানে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৬৫ রান তুলে প্রাইম ব্যাংক। ২৬৬ রানের টার্গেটে নেমে ৪৫.২ ওভারে ২১৫ রানে অলআউট হয় সিটি ক্লাব। ৫০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অলক কাপালির দল। ১৩ বছর পর শীর্ষ লিগে ফেরা দলটি শুরুতেই দেখল হার।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৫০ ওভারে ২৫৫/৯ (মুনিম ১, নাঈম ১১৫, জাকের ৪, হৃদয় ৭, নাজিবউল্লাহ ৩, মোসাদ্দেক ৩৭, শামীম ১৫, সাইফ ৪০*, তানজিম ৪, কামরুল ১, তানভির ০*; শফিকুল ৭-০-৫৫-১, শরিফউল্লাহ ১০-০-৪০-২, মুকিদুল ১০-১-৫১-৩, অপরাজিথ ১০-১-৩৮-১, ফরহাদ ৮-০-৪০-২, এনাম জুনিয়র ৫-০-২৩-০)
রূপগঞ্চ টাইগার্স ক্রিকেট ক্লাব: ৪২ ওভারে ২৫৯/৩ (মিজানুর ৯৩, জাকির ১১৭, আপরাজিথ ১১, মার্শাল ২৩, মাহমুদ ১০; সাইফ ৫-০-২১-০, কামরুল ৬-০-৫০-২, মোসাদ্দেক ৯-০-৫৩-০, তানভির ১০-০৫২-০, তানজিম ৮-০-৫৭-১, শামীম ৪-০-২৬-০)
ফল: রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী
Discussion about this post