আরেকটা ধাক্কা খেল শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে হারের রেশ না কাটতেই দুঃসংবাদ পেল নিদহাস ট্রফির আয়োজকরা। স্লো ওভার রেটের অপরাধে অধিনায়ক দিনেশ চান্দিমালকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ অবস্থায় দল ফাইনালে উঠলেই কেবল মাঠে নামতে পারবেন তিনি। গত শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রেকর্ড লঙ্কানদের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। প্রতিপক্ষের ২১৪ রান ৫ উইকেট ও ২ বল হাতে টপকে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ৩৫ বলে ৭২ রানের অসাধারন এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন মুশফিকুর রহীম।
ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। দলের অন্য ক্রিকেটারদের ১০ শতাংশ করে জরিমানা হয়েছে।
ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই শাস্তি দিয়েছেন। নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল চান্দিমালের শ্রীলঙ্কা। আইসিসির আচরণবিধি ২.৫.২ অনুযায়ী এটি গুরুতর স্লো ওভার রেট। ২ ওভার ঘাটতির জন্য প্রতি ওভারে খেলোয়াড়দের প্রত্যেকে ১০ শতাংশ হারে জরিমানার আওতায় পড়েন। বাড়তি প্রতি ওভারপ্রতি ২০ শতাংশ। ২টি নিষেধাজ্ঞা পয়েন্ট পান ক্যাপ্টেন চান্দিমাল। এ অবস্থায় দলের অন্যদের ম্যাচ ফি’র ৬০ শতাংশ কেটে রাখা হয়।
এ অবস্থায় চান্দিমাল ১২ ও ১৬ মার্চ যথাক্রমে ভারত ও বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না। অবশ্য চান্দিমাল নিজের অপরাধ স্বীকার করেননি। রোববার শুনানিতে অফিসিয়ালস ও শ্রীলঙ্কা ক্রিকেট টিম ম্যানেজমেন্ট উপস্থিত ছিল।
এ অবস্থায় কোড অব কন্ডাক্টের (আচরণবিধি) আর্টিক্যাল ৮.২ জানাচ্ছে, নিষেধাজ্ঞার শাস্তির বিরুদ্ধে আপিল করার অধিকার আছে চান্দিমালের। শুনানির ফলাফল মুলতবি থাকবে, যদি না নিয়োগ দেওয়া স্বাধীন জুডিশিয়াল কমিশনার ব্যাপারটি শোনার জন্য নির্ধারণ করেন। চূড়ান্ত কিছুর আগে ম্যাচ রেফারির সিদ্ধান্ত বলবৎ থাকবে আর চান্দিমাল একাদশের জন্য বিবেচিত হবেন না।
Discussion about this post