একজন সর্বকালের সেরা। অারেকজন সময়ের সেরা। দুই ক্রিকেটারেরই বিদায়ের গল্পটা যেন এক সুতোয় গাঁথা। কেমন যেনো বিষন্নতার সুর লেগে আছে সবখানে। যদিও সব বিদায়ই এমন। কিন্তু আরেকটু ভাল হয়তো হতে পারতো কুমার সাঙ্গাকারা আর মাইকেল ক্লার্কের। তারপরও ক্রিকেট ইতিহাস ঠিকই মনে রাখবে তাদের। এরমধ্যে শেষ ম্যাচে ক্লার্কের দল অবশ্য ইংল্যান্ডকে হারিয়েছে ইনিংস ও ৪৬ রানে। আর ভারতের কাছে ২৭৮ রানে হার মানে সাঙ্গাকারার দল।
কুমারি এবং চোকশানাদা সাঙ্গাকারা দম্পতির সন্তান কুমার সাঙ্গাকারা জন্ম নিয়েছেন ১৯৭৭ সালের ২৭ অক্টোবর। চার ভাই এবং দুই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। এরমধ্যে এক ভাই ও এক বোন ছিলেন টেনিস খেলোয়াড়। কিন্তু সাঙ্গা হলেন ক্রিকেটার। তবে পড়াশোনাতেও সফল তিনি। বাবার পথ অনুসরন করে আইন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সাঙ্গাকারা।
সুখের সংসার তার। দীর্ঘদিনের বান্ধবী ইয়েহালিকে বিয়ে করেন সাঙ্গাকারা। ২০০৯ সালের ৩০ জুন যমজ সন্তানের বাবা-মা হয়েছেন দু’জন।
১৩৪ টেস্টে ১২৪০০ রান শ্রীলঙ্কান এই গ্রেটের। গড় ৫৭.৪১! শতরান ৩৮টি। সবচেয়ে কম ইনিংসে ১২ হাজার রান করার রেকর্ড তো তার। ৪০৪ ওয়ানডেতে রান ১৪২৩৪। গড় ৪১.৯৮!
পরিসংখ্যান দিয়ে তাকে বিচার করা যাবে না। সাঙ্গা আপাদমস্তক এক ভদ্র, মার্জিত এক মানুষ। আরেক গ্রেট শচীন টেন্ডুলকার বলছিলেন, ”সাঙ্গাকারা তুমি ক্রিকেটের অসাধারন এক দূত। সত্যিকারের এক ভদ্রলোক।”
Discussion about this post