টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই লক্ষ্যেই আগামীকাল বুধবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে লিটন দাসের নেতৃত্বাধীন দল। একসঙ্গে নয়-দুই ভাগে বিভক্ত হয়ে রওনা দেবে টাইগাররা। এক অংশ সকালে, অপর অংশ সন্ধ্যায় উড়াল দেবে আমিরাতের পথে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। যা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। উভয় ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। নতুন অধিনায়ক লিটন দাসের এটি প্রথম সিরিজ। তার ডেপুটি হিসেবে আছেন শেখ মেহেদি হাসান।
এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযানের আনুষ্ঠানিক প্রস্তুতি। পাকিস্তানের বিপক্ষে আরেকটি পাঁচ ম্যাচের অ্যাওয়ে সিরিজও ছিল নির্ধারিত, তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সেটি অনিশ্চয়তার মুখে পড়েছে।
এরই মধ্যে দুই সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
Discussion about this post