রঙ্গনা হেরাথের সঙ্গে এবার লম্বা সময়ের জন্য সম্পর্ক হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের। ফের স্পিন বোলিং কোচ হিসেবে তাকে পাচ্ছে বাংলাদেশ। দুই বছরের চুক্তিতে লঙ্কান স্পিন কিংবদন্তি হবেন জাতীয় দলের কোচ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই হেরাথ তার নতুন দায়িত্ব বুঝে পাবেন।
জানুয়ারির ১ তারিখে কিউইদের সঙ্গে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি শুরু পরের টেস্ট। এই মিশনে বাংলাদেশ দল ঢাকা ছাড়ছে বৃহস্পতিবারই। হেরাথ দলের সঙ্গে যোগ দেবেন তাসমান পাড়ের দেশে। এ অবস্থায় নতুন এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালের নভেম্বর। ভারতে ওয়ানডে বিশ্বকাপ দিয়ে এই চুক্তি শেষ হবে তার।
এর আগে এই বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পান হেরাথ। তারপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সঙ্গে ছিলেন তিনি। এরপরই শেষ হয় তার চুক্তি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে দেখা যায়নি তাকে।
স্পিনার হেরাথ ২০১৮ সালের নভেম্বরে বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটকে। ক্যারিয়ারে ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট নিয়েছেন। ৭১ ওয়ানডে খেলে ৭৪ ও ১৭ টি-টুয়েন্টিতে ১৮ উইকেট তুলেছেন হেরাথ। সেই অভিজ্ঞতা দিয়ে এবার কোচ হিসেবে কাজ শুরু করেছেন তিনি।
Discussion about this post