ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার আসল লড়াই। ১৮ এপ্রিল থেকে শুরু সুপার সিক্সের জমাট লড়াই। সুপার লিগের প্রথম রাউন্ড থেকে টুর্নামেন্টের বাকি অংশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে। এমনই উদ্যেগের কথা জানাল আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
শনিবার মিরপুরে সংবাদমাধ্যমকে এই তথ্য জানান কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। বলেন, ‘সুপার লিগের খেলাগুলো আমরা ব্রডকাস্ট করার ডিসিশন নিয়েছি। প্রতিদিন যেহেতু তিনটি করে খেলা থাকবে, তিনটি খেলাই প্রোডাকশন হবে। মিরপুরে খেলাগুলো টিভিতে টেলিকাস্ট হবে আর বিকেএসপির খেলাগুলো ডিজিটাল চ্যানেল বা ইউটিউব চ্যানেলে লাইভ হবে।’
গাজী টিভি আর টি স্পোর্টস যৌথভাবে মিরপুরের ম্যাচগুলো দেখাবে। লিগ পর্বের কোনো ম্যাচ টেলিভিশনে সম্প্রচার না হলেও এবার সেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সুপার সিক্সে শীর্ষে থেকে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা ১০ ম্যাচের মধ্যে ৯টিতে জিতে রয়েছে টেবিলের নাম্বার ওয়ানে। ১৮ পয়েন্ট ইমরুল কায়েসের দলের। তালিকার তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ২টি জয় কম নিয়ে তাদের অর্জন ১৪ পয়েন্ট। দুইয়ে থাকা লিজেন্ড অব রূপগঞ্জের পয়েন্টও সমান ১৪।
মোট ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে সুপার লিগে প্রাইম ব্যাংক। লিগের নতুন দল রূপগঞ্জ টাইগার্স পাঁচ নম্বরে। তাদের পয়েন্ট ১০। সমান ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শেষ দল হিসেবে সুপার লিগে উঠেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এই ছয় দল লড়বে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে। যেখানে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব ও সুপার লিগের যৌথ পয়েন্টে নিশ্চিত হবে লিগের ভাগ্য।
সুপার লিগ প্রথম রাউন্ড
১৮ এপ্রিল
ম্যাচ ভেন্যু
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স -বিকেএসপি ৩
লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব -বিকেএসপি ৪
আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- মিরপুর
রেলিগেশন লিগ-
সিটি ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
Discussion about this post