চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এমনিতেই পয়মন্ত বাংলাদেশের। সকালে মনে হচ্ছিল সেই ধারাবাহিকতা বুঝি এবারো থাকছে। কিন্তু হিসেবের ছক উল্টে দিলেন দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধানে। তাদের ব্যাটিংয়ে নিরাপদে লঙ্কানরা। এরমধ্যে মাহেলা ৭২ রান করে সাজঘরে ফিরলেও অপ্রতিরোধ্য সাঙ্গাকারা। এই তারকা ব্যাটসম্যান তুলে নিলেন ৩৪তম টেস্ট সেঞ্চুরি। আর তাতেই চট্রগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ১ম ইনিংসে শ্রীলঙ্কার রান ৫ উইকেট হারিয়ে ৩১৪। ১৬০ রান নিয়ে অপরাজিত আছেন সাঙ্গাকারা।
মঙ্গলবার সকালে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার দুই ওপেনার সকালেই সাজঘরের পথ দেখিয়ে দিলেন আল আমিন এবং সোহাগ গাজী।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে সেঞ্চুরি করা কৌশল সিলভাকে (১১) এলবিডব্লিউ করেন সোহাগ গাজী।
পেস বোলার আল-আমিন ফেরান দিমুথ করুনারত্নেকে (৩১)। কিন্তু এরপরই ঘুরে দাড়ায় শ্রীলঙ্কা। মাহেলা-সাঙ্গাকারা দুই বন্ধুর ব্যাটিং শেষ করে দেয় বাংলাদেশের বোলিং আক্রমন। তবে দিনশেষে বাংলাদেশ যে বাজে অবস্থায় আছে তা বলার সুযোগ নেই। লড়াইয়ে আছেন মুশফিকরাও।
বাংলাদেশ একাদশে নেই রবিউল ইসলাম এবং রুবেল হোসেন।
তাদের জায়গায় দলে ফিরেছেন আব্দুর রাজ্জাক ও অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। আবার মার্শাল আইয়ুবের জায়গায় খেলছেন ইমরুল কায়েস। এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।
শ্রীলঙ্কা দলে নেই রঙ্গনা হেরাথ ও সামিন্দা এরাঙ্গা। দলে ফিরেছেন অজন্তা মেন্ডিস এবং নুয়ান প্রদীপ।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ঢাকায় ১ম টেস্টে তারা অনায়াসে জিতেছিল ইনিংস ও ২৪৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৩১৪/৫ (করুনারত্নে ৩১, সিলভা ১১, সাঙ্গাকারা ১৬০*, জয়াবর্ধনে ৭২, চান্দিমাল ২৭, ম্যাথুস ৫, ভিথানাগে ০*; সাকিব ২/৭০, আল-আমিন ১/৫৬, মাহমুদুল্লাহ ১/৭০, সোহাগ ১/৯৮)
Discussion about this post