সবার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের টিকিট দুইদিন আগেই পেয়েছে রংপুর রাইডার্স। তাদের পথ ধরে এগিয়ে যাচ্ছিল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। জমে উঠেছিল তাদের শীর্ষ দুইয়ে ওঠার লড়াই। যেখানে আজ রোববার ফরচুন বরিশাল ৬ উইকেটে হারিয়ে দিল চিটাগং কিংস। তামিম ইকবালের দল ওঠে গেল পয়েন্ট টেবিলের দুইয়ে।
লো-স্কোরিং ম্যাচে চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়ে টেবিলে দাপটে ফিরে এলো ফরচুন বরিশাল। ৭ ম্যাচের ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ২য় স্থানে এখন বরিশাল। চিটাগং কিংসের ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট।
রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২২ রানের লক্ষ্যে নেমে ৬ উইকেটে জয় তুলে নেয় ফরচুন বরিশাল। ডাভিড মালান ফিফটি তুলে জেতান দলকে। মালানের অপরাজিত ফিফটিতে ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ফরচুন বরিশাল।
চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তুলে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং কিংস: ২০ ওভারে ১২১/৮ (উসমান ১৯, পারভেজ ১, ক্লার্ক ৮, মিঠুন ৩৫, হায়দার ১, শামীম ৫, আলিস ০, সানি ২৭*, খালেদ ৯, শরিফুল ৫*; জাহান্দাদ ৩-০-৩১-০, তানভির ৪-০-১৪-২, রিপন ৪-০-২৩-৩, ফাহিম ৪-০-১২-৩, রিশাদ ৩-০-২৫-০, নাবি ২-০-৬-০)
ফরচুন বরিশাল: ১৬.৫ ওভারে ১২২/৪ (তামিম ৮, মালান ৫৬*, হৃদয় ১, মুশফিক ১১, মাহমুদউল্লাহ ১৬, নাবি ২৬*; ফার্নান্দো ৩-০-২২-০, শরিফুল ৩-০-১৮-০, আলিস ৩-০-২১-০, খালেদ ৩.৫-০-২৭-২, সানি ৪-০-৩৩-১)
ফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: দাভিদ মালান
Discussion about this post