শুক্রবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে নানা ছবি, ভিডিও। যেখানে দেখা গেছে সেন্ট লুসিয়া থেকে ফেরি যোগে আটলান্টিক পাড়ি দিতে গিয়ে মহাবিপাকে পড়ে বাংলাদেশ দল। দলের ক্রিকেটারদের বন্দর থেকে ফেরি যাত্রা শুরু হয়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় (স্থানীয় সময় সকাল) তারা ডমিনিকার উদ্দেশে যাত্রা শুরু করে। পৌঁছায় স্থানীয় সময় দুপুরে। এই ডমিনিকাতেই হবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টুয়েন্টি। যার প্রথমটি শুরু শনিবার।
কিন্তু এই ভ্রমণে গিয়েই নাজেহাল দল। ফটো ও ভিডিও শেয়ারিং সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ধারাভাষ্যকার আতহার আলী খান পেসার শরিফুল ইসলামের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ শরিফুল ইসলাম ইজ অ্যাবসুলেটলি ফাইন।’
কিন্তু কথা পুরোপুরি সুস্থ থাকতে পারেনি দল। সাগর উত্তাল থাকায় সমুদ্রযাত্রা একদিন পিছিয়ে দিলেও সমুদ্রের উত্তাল ঢেউয়ে ফেরিতে বসে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ক্রিকেটার। সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকার দূরত্ব ১৭৩ কিলোমিটার। তবে স্বস্তির খবর ধাক্কা সামলে উঠেছে দল। সেই সমুদ্র ভ্রমণের ইতি টানতে চায় রিয়াদের দল।
ডমিনিকার উইন্ডসর পার্কে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের দল দুঃসহ স্মৃতি ভুলে ম্যাচের দিকেই চোখ রাখছে। যদিও বৃষ্টি ঝরছে সেখানে। বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে তিন ম্যাচ সিরিজের শুরুরটিই।
উইন্ডসর পার্কে ম্যাচটির আগে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সাকিব, লিটন আছে, আমি আছি। আফিফ, সোহান, মোসাদ্দেক আছে। শেখ মেহেদী আছে। আমি মনে করি ব্যাটিংয়ের গভীরতা ভালো। আমাদের বোলিং আক্রমণও খুব ভালো, বৈচিত্র্য আছে। আশা করি অনেক চ্যালেঞ্জিং সিরিজ হবে।’
টি-টুয়েন্টিতে বাংলাদেশ-উইন্ডিজ দলের হার-জিতের পাল্লা প্রায় সমান। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৩টি ম্যাচে। ৭ বার উইন্ডিজ ও ৫টি জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচের ফল হয়নি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, নুরুল হাসান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
Discussion about this post