দুঃস্বপ্নের সফর শেষ করে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সকাল ৮টায় ঢাকায় ফিরেছেন সাকিব-মুশফিকরা। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে জয় সোনার হরিণ হয়েই থেকেছে। প্রথমে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ মুশফিকুর রহীমের দর। তারপর ওয়ানডেতে ব্যর্থ মাশরাফি বিন মতুর্জার বাংলাদেশ। হার তিন ম্যাচেই। সবশেষ সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টুয়েন্টি সিরিজেও ভরাডুবি।
৪৫ দিনের এই সফর শেষে মাথা নিচু করেই ফিরতে হল বাংলাদেশ দলের। কারণ সাফল্য আকাশের চাঁদ হয়ে থেকেছে। পচেফস্ট্রমে প্রথম টেস্টে ৩৩৩ রানে হারে দল। ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৫৪ রানের বড় পরাজয়। তারপর মাশরাফির নেতৃত্বে ঘুরে দাঁড়াতে চেয়েছিল দল। কিন্তু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে ১০৪ ও শেষ ম্যাচে ২০০ রানের বিশাল পরাজয়। প্রিয় ফরম্যাটেও হোয়াইট ওয়াশ।
সাকিবের নেতৃত্বের অভিষেক দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও একই গল্প। প্রথম টি-টুয়েন্টিতে ২০ রানে হার। আর শেষ ম্যাচে ৮৩ রানে।
এই লম্বা সফর শেষে এখন বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। ৪ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দুই দিন বিশ্রাম নিয়েই জাতীয় দলের ক্রিকেটাররা আবারো ব্যস্ত হয়ে উঠবেন।
Discussion about this post