ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কখনো চোটের কারণে দল থেকে বাদ পড়েননি আল আমিন। শুধুই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিনি দল থেকে বাদ পড়েছেন। পেছনের দুঃসময় ফেলে আল আমিন আবার চেষ্টা করছেন বাংলাদেশ দলে থিতু হতে। সেই চেষ্টার অংশ হিসেবে কোরবানির ঈদের পর যোগ দিয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনে। গত এক মাসের অনুশীলনে স্পট বোলিং করেছেন, সেটি শুধু খালি স্টাম্পে। সামনে ব্যাটসম্যান না থাকলে অবশ্য বোলিংয়ের ভালো-মন্দ বোঝা কঠিনই।
এ সপ্তাহ থেকে ব্যাটসম্যানদের বোলিং করতে পারছেন বলে আল আমিন খুশি, ‘এই সপ্তাহে আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারছি। একটু স্বস্তি লাগছে নিজেদের কাছে। এত দিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি। অনলাইনে কোচদের মিটিং বা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিল সেভাবে চলছিলাম। কিন্তু এখন মাঠে অনুশীলনটা পুরোদমে শুরু হয়েছে। সামনের সপ্তাহে হয়তো আরও ভালোভাবে শুরু হবে। সব মিলিয়ে সামনে যে শ্রীলঙ্কা সিরিজ আসছে সেটি সামনে রেখে ভালো প্রস্তুতি হচ্ছে।’
৭ টেস্ট, ১৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলা আল আমিন আশাবাদী, কোচিং স্টাফ যখনই কাজ শুরু করবেন, প্রস্তুতিটা আরও ভালো হবে, ‘আগামী সপ্তাহে আমাদের কোচিং স্টাফ যারা আছে, চলে আসবে। আশা করছি আরও ভালো অনুশীলন সুযোগ-সুবিধা পাব। আরও ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারব।’
Discussion about this post