ক্যারিয়ারের শুরুতেই ইনজুরি তাকে শত্রু বানিয়ে ফেলেছে। স্বস্তি পাচ্ছেন না তরুণ পেস বোলার হাসান মাহমুদ। বল হাতে দাপট দেখিয়ে শুরুটা হয়েছিল। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ দলে দাপটেই খেলছিলেন তিনি। এরপর জাতীয় দলের হয়ে অভিষেকেও কাড়েন নজর। কিন্তু ভাগ্য এতোটাই মন্দ ইনজুরি অনেকটা সময়ের জন্য তাকে রেখেছে মাঠের বাইরে।
তিন ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলা হাসান ফের ইনজুরিতে কাবু। এবার ব্যাক ইনজুরি। এ কারণেই নিউজিল্যান্ডে একটি ওয়ানডে খেলে গত মার্চের শেষে দেশে ফিরতে হয়েছিল তাকে। এই ইনজুরি থেকে মুক্তি পেতে লড়ে যাচ্ছেন তিনি। রিহ্যাবের মাধ্যমে কিছুটা সেরেও উঠেন। কিন্তু দিন কয়েক আগে বোলিং করতে গিয়ে ফের ব্যথা অনুভব করেন তিনি।
যদিও স্বস্তির খবর-এমআরআইতে বড় কিছু ধরা পড়েনি। কিন্তু ব্যথা থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ঘরে মাঠে সিরিজের আগে প্রাথমিক দলের অনুশীলনে নামেননি তিনি।
শ্রীলঙ্কা সফরের পর ঘরে মাঠে সেই দলটির সঙ্গে ওয়ানডে সিরিজেও মিস করতে যাচ্ছেন হাসান। আগামী সাত দিনে উন্নতি না হলে এই সিরিজটাও শেষ। তবে আশা রাখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গণমাধ্যমে তিনি বলেন, ‘যা মনে হচ্ছে আরও সপ্তাহখানেক লাগবে। আশা করছি হাসান ফিট হয়ে যাবে। ফিজিওদের রিপোর্ট পাওয়ার পর পুরোপুরি বুঝতে পারব।’
এরমধ্যে হাসানের সঙ্গে কাজ করছে বিসিবির মেডিক্যাল বিভাগ। ২১ বছর বয়সী এই পেসারকে সুস্থ আর ফিট করে তুলতে চেষ্টার কমতি নেই।
Discussion about this post