গত কিছুদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ঘটে গেছে একাধিক অনাকাংখিত ঘঠনা। সেসব ব্যাপার নিয়ে মঙ্গলবার মিডিয়ার কাছে নিজের অবস্থান ব্যাখা করলেন লিজেন্ডস অব রূপগঞ্জের সত্বাধিকারি লুৎফর রহমান বাদল। একইসঙ্গে বাংলাদেশ দুঃখ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর চিঠি পাঠিয়েছেন তিনি।
মঙ্গলবার সাংবাদিকদের সামনে লুৎফর রহমান বাদল যে লিখিত বক্তব্য পাঠ করেন তা এখানে হুবুহু তুলে ধরা হল-
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
প্রিয় সাংবাদিক ভাইয়েরা
চলতি প্রিমিয়ার ক্রিকেট লিগে আমার দল লিজেন্ডস অব রূপগঞ্জ মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের বৈষম্যের শিকার হওয়ায় গত ৪ ডিসেম্বর বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমির বিপক্ষে গুরত্বপূর্ণ ম্যাচ শেষে আমি তাৎক্ষনিক উত্তেজনায় আবেগপ্রবন হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেশকিছু মন্তব্য করেছি ও প্রতিক্রিয়া জানিয়েছি। আমার সেই মন্তব্য ও প্রতিক্রিয়ায় ক্রিকেটাঙ্গনের কেউ যদি দুঃখ ও কষ্ট পেয়ে থাকেন তবে আমি আমার সেদিনের সেই আবেগপ্রবন মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। আশা করছি আমার এই দুঃখপ্রকাশের মধ্য দিয়ে ক্রিকেটাঙ্গনে চলতি সবধরনের উত্তেজনা ও ব্যক্তিকেন্দ্রিক বিদ্বেষের অবসান ঘটবে।
৪ ডিসেম্বর আমার সেই মন্তব্যে পর দেশের ক্রিকেটাঙ্গনে সম্প্রতি বেশকিছু বিবৃতি-পাল্টা বিবৃতি দেয়ার ঘটনা ঘটেছে। যা উভয় পক্ষের জন্যই সম্মানহানীকর। এসব মোটেও ক্রিকেটের স্পিরিটের সঙ্গে মানানসই নয়।
আমি আশা করবো আমার সেদিনের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করার পর এখন সব ধরনের অনাকাংখিত ঘটনার অবসান হবে।
আমি আরও আশা করবো ঘরোয়া ক্রিকেটে সব দলের প্রতি একই নিয়ম বহাল থাকবে।
পরিশেষে বলতে চাই- জনাব নাজমুল হাসান পাপন বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক। আমার ক্রিকেট স্পিরিট তিনি অনুধাবন করতে পারবেন। আশা করি আমার এই লিখিত বিবৃতির মধ্য দিয়ে সাম্প্রতিক সমস্যার সমাধানে তিনি ইতিবাচক ভূমিকা পালন করবেন। তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট সফলতা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মোহাম্মদ লুৎফর রহমান বাদল
চেয়ারম্যান
লিজেন্ডস অব রূপগঞ্জ
Discussion about this post