এই পি সারা স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে আছে শুধুই ব্যর্থতার স্মৃতি। সেখানেই কীনা বল হাতে দারুণ দাপট দেখাল বাংলাদেশ।শততম টেস্টের প্রথম দিনটা অন্তত স্মরণীয় করে রাখলেন মুস্তাফিজ-মেহেদীরা। শেষ বিকালের একটু আক্ষেপ না থাকলে দিনটাই হতে পারতো বাংলাদেশের। তারপরও গল টেস্টের প্রথম দিন শেষে ১ম ইনিংসে শ্রীলঙ্কার রান ৭ উইকেটে ২৩৮। স্বাগতিকদের বেশ ভালই আটকে রেখেছেন টাইগার বোলাররা।
পি সারা ওভালে বুধবার সকালে টস ভাগ্য কথা না বললেও বল হাতে শুরুতেই সফল দল। প্রতিপক্ষের স্কোর বোর্ডে ৭০ রান উঠতেই ৪ উইকেট নিয়ে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের ১ম ইনিংসে ১৩ রানের মাথায় মুস্তাফিজের বলে দিমুথ করুনারত্নের তুলে দেয়া ক্যাচটি নেন মিরাজ। তারপর সেই মিরাজের জোড়া আঘাত। নেন উপুল থারাঙ্গা ও কুশল মেন্ডিসের উইকেট। এরপর শুভাশিস রায় ফেরান আসেলা গুনারত্নেকে। ম্যাচের ড্রাইভিং সিটে বল টাইগাররা।
কিন্তু দিনেশ চান্দিমাল ছিলেন অবিচল। তার ব্যাটেই সম্মানজনক রানের পথে লঙ্কানরা। তিনি দিনর শেষে অপরাজিত আছেন ৮৬ রানে। তবে দুবার জীবন পেয়েছেন তিনি। শেষ বিকেলে রঙ্গনা হেরাথকে নিয়ে বেশ লড়েছেন তিনি। দু’জন এরইমধ্যে গড়েন ৪৩ রানের জুটি।
মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান নিয়েছেন ২টি করে উইকেট পেয়েছেন। একটি করে উইকেট শুভাশিস, তাইজুল ও সাকিব আল হাসানের।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কার ১ম ইনিংস: ৮৩.১ ওভারে ২৩৮/৭ (চান্ডিমাল ৮৬* ডিকভেলা ৩৪, ধনঞ্জায়া ৩৪, হেরাথ ১৮*; মোস্তাফিজ ২/৩২, মিরাজ ২/৫৮, তাইজুল ১/৩৪, সাকিব ১/৪৩, শুভাশিস ১/৪৭)।
Discussion about this post