এ কারনেই তিনি সেরাদের অন্যতম। কিংবদন্তি। শনিবার আরো একবার নিজেকে দেখিয়ে দিলেন কুমার সাঙ্গাকারা। তার সেঞ্চুরিতে লর্ডসে চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭ রানে হারাল শ্রীলঙ্কা। তাতেই ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতা এনেছে সফরকারীরা। ৬৭ রানে অলআউটের ধাক্কা ভালভাবেই সামলে উঠেছে লঙ্কানরা।
মঙ্গলবার বার্মিংহামে পঞ্চম ও শেষ ওয়ানডে। মানে সেটিই হবে অলিখিত ফাইনাল।
শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ঠিক ৩০০ রান করে শ্রীলঙ্কা। তিলকারত্মে দিলশান করেন ৭১ রান। আর সাঙ্কাকারার ব্যাট থেকে আসে ১১২ রানের দারুণ এক ইনিংস। এটি তার ১৯তম ওয়ানডে সেঞ্চুরি।
৫৫ রানে ৪ উইকেট নেন হ্যারি গার্নে।
জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রান করে ইংল্যান্ড। গ্যারি ব্যালান্স করেন ৪২। আর জো রুটের ব্যাট থেকে আসে ৪৩। রবি বোপারা তুলে নেন হাফসেঞ্চুরি (৫১)
তাদের ছাড়িয়ে যান জস বাটলার। করেন ১২১ রান। ওয়ানডেতে এটিই তার প্রথম শতরান।
মালিঙ্গা ৩ উইকেট নেন ৫২ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০০/৯ (দিলশান ৭১, সাঙ্গাকারা ১১২, ম্যাথুজ ৩০; গারনে ৪/৫৫)
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৯৩/৮ (ব্যালান্স ৪২, রুট ৪৩, বোপারা ৫১, বাটলার ১২১; মালিঙ্গা ৩/৫২)
ফল: শ্রীলঙ্কা ৭ রানে জয়ী
ম্যাচসেরা: জস বাটলার
Discussion about this post