বড্ড দেরি হয়ে গেল! সিরিজ হারানোর পর চেনা ছন্দে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। তবে স্বস্তি এটাই টি-টুয়েন্টি সিরিজের পর ওয়ানডেতে অন্তত হোয়াইটওয়াশ হতে হয়নি। জয় দিয়েই টাইগারদের জিম্বাবুয়ে সফর শেষ হলো। শেষ ম্যাচে বুধবার ১০৫ রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বুধবার হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২৫৬ রান। জবাব দিতে নেমে টাইগারদের বোলিং তোপের সামনে ৩২.২ ওভারে ১৫১ রান তুলে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
অথচ সফরের আগের ম্যাচগুলোর মতো এখানেও স্কোর বড় করতে পারেনি বাংলাদেশ। টস হেরে হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের। রান তুলতে বেশ বেগই পেয়েছে দল। ২৫৬ রানকে তো আর বড় স্কোর বলার সুযোগ নেই। তবে লড়েছেন ওপেনার এনামুল হক বিজয়। তিনি ৭১ বলে করেন ৭৬ রান। ছয় নম্বরে নেমে ২ রানে জীবন পেয়ে শেষ পর্যন্ত দলকে টেনে নেন আফিফ হোসেন ধ্রুব। ৮১ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৮৫ রান করে দলকে সম্মানজনক স্কোর এনে দেন।
অবশ্য তামিম ইকবাল ও এনামুলের দারুণ ব্যাটিংয়ে মনে হচ্ছিল রান হবে তিনশর মতো। কিন্তু নবম ওভারে এনামুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তামিম ১৯ রানে রান আউট। তারপর রান না করেই ফেরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
মাহমুদউল্লাহ রিয়াদ টিকে থাকলেও স্লো ছিলেন। প্রথম বলে ১ রান নিলেও পরের রানের জন্য ১৩ বল খেলেন। শেষ অব্দি ৬৯ বলে ৩৯ রান করেন। ৬৯ বলের ৪১টি ছিল ডট। তারপর লড়েন আফিফ হোসেন। ৮১ বলে ৮৫ রানে ছিল ৬ চার ও ২ ছক্কা। পরিস্থিতি বুঝে খেলেন।
জিতলেও সব মিলিয়ে জিম্বাবুয়ে সফরটা ভাল হয়নি বাংলাদেশের। টি-টুয়েন্টিতে দল হেরেছে ১-২ ব্যবধানে। ওয়ানডেও সেই একই অবস্থা এক জয়, দুই হার। এ মাসেই এশিয়া কাপ যেখানে কঠিন চ্যালেঞ্জ টাইগারদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৬/৯ (তামিম ১৯, এনামুল ৭৬, শান্ত ০, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৩৯, আফিফ ৮৫*, মিরাজ ১৪, তাইজুল ৫, হাসান ০, মুস্তাফিজ ০, ইবাদত ০*, এনগারাভা ১০-১-৫১-১, নিয়াউচি ৬-০-২৪-০, ইভান্স ৮-১-৫৩-২, রাজা ১০-০-৪২-১, কাইয়া ৪-০-১৬-০, মাধেভেরে ৬-০-২৭-০)
জিম্বাবুয়ে: ৩২.২ ওভারে ১৫১/১০ (কাইটানো ০, মারুমানি ১, কাইয়া ১০, মাধেভেরে ১, রাজা ০, মাডান্ডে ২৪, মুনিয়োঙ্গা ১৩, জঙ্গুয়ে ১৩, ইভান্স ২, এনগারাভা ৩৪*, নিয়াউচি ২৬; হাসান মাহমুদ ৮-০-৩৮-১, মিরাজ ২-০-১৬-১, ইবাদত ৮-১-৩৮-২, তাইজুল ৯-০-৩৪-২, মুস্তাফিজ ৫.২-০-১৭-৪)
ফল: বাংলাদেশ ১০৫ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী জিম্বাবুয়ে
ম্যাচসেরা: আফিফ হোসেন
সিরিজসেরা: সিকান্দার রাজা
Discussion about this post