ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঠিক ফেভারিটের মতোই এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতকে হেসে-খেলে উড়িয়ে দিয়েছে জুনিয়র টাইগাররা। শুভ সূচনার ম্যাচে শুরুতে বল হাতে ম্যাজিক দেখালেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান। তারপর ব্যাটসম্যানরা সেই সংগ্রহটা অনায়াসে টপকে গেলেন। তানজিদ হাসান ও মাহমুদুল হাসান জনি দৃঢ়তায় অনায়াস জয়!
এসিসি অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপে শুক্রবার শ্রীলঙ্কার কাটুনায়েকে এফজে স্পোর্টস কমপ্লেক্সে মাঠে নামে বাংলাদেশের ক্রিকেটাররা। ‘বি’ গ্রুপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে মিশন শুরু হলো তাদের।
এদিন মাঠ খেলার অনুপযুক্ত থাকায় দেরিতে শুরু হওয়ায় খেলা নির্ধারিত হয়ে ৪৫ ওভারে। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে আমিরাত ২৮ ওভারে অলআউট হয় মাত্র ১২৭ রানে। এরপর জবাবে নেমে ২১.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই হাসিমুখে মাঠ ছাড়ে আকবর আলির দল।
আমিরাতকে কম রানে অলআউটে বড় ভূমিকা রাখেন তানজিম হাসান সাকিব। ৭ ওভারে ৩৬ রানে শিকার করেন ৩ উইকেট। শরিফুল ৫ ওভারে ১৬ রানে নেন ২ উইকেট। রাকিবুল হাসান ৭ ওভারে ২৫ রান পেয়েছেন ৩ উইকেট। আমিরাতের হয়ে ওসামা হাসান করেন ৬৫ বলে ৫৮ রান।
ষষ্ঠ উইকেটে ৭৫ রানের জুটিতে প্রতিরোধ গড়েন আলিশান সারাফু ও ওসামা হাসান। ৩৪ রান করা সারাফুকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম।
ছোট রান তাড়ায় দারুণ সূচনা এনে দেন তানজিদ হাসান। মাত্র ২৭ বলে ৪টি ছক্কা ও ৩টি চারে ৪৫ রান তুলেন বাঁহাতি এই ওপেনার। আরেক ওপেনার পারভেজ হোসেনের ব্যাটে ৩০ রান। তিনে নেমে ২৭ রানে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান জয়। ম্যাচসেরা ব্যাটে ঝড় তোলা তানজিদ হাসান।
টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশ এবার লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে। ৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ। এরপরই ১০ সেপ্টেম্বরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর-
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ২৮ ওভারে ১২৭/১০ (সাঈদ ১, লোবো ৪, অরবিন্দ ৪, ট্যান্ডন ৯, সারাফু ৩৪, ফারাজউদ্দিন ০, ওসামা ৫৮, শর্মা ৬*, পালানিয়াপান ০, তাহির ২, মুখার্জি ০; তানজিম ৩/৩৬, শরিফুল ২/১৬, মৃত্যুঞ্জয় ১/৩০, মিজানুর ০/২০, রাকিবুল ৩/২৫)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২১.৩ ওভারে ১২৮/৪ (তানজিদ ৪৫, পারভেজ ৩০, মাহমুদুল ২৭*, হৃদয় ১৮, শাহাদাত ০, আকবর ৫*; ফারাজউদ্দিন ০/২৬, তাহির ০/২০, পালানিয়াপান ১/৩৬, শর্মা ১/১৮, মুখার্জি ২/২৭)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী
Discussion about this post