প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং উইকেটের পুরো ফায়দা নিচ্ছে শ্রীলঙ্কা। ঢাকা টেস্টে মঙ্গলবার দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে সফরকারীরা। ১ম ইনিংসে ৫ উইকেট হারিয়ে তারা করেছে ৩৭৫ রান। এর অর্থ ১ম ইনিংসে এ পর্যন্ত ১৪৩ লিড নিল লঙ্কানরা।
ওপেনার কুশল সিলভা তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ১৩৯ রান করেছেন তিনি। অথচ ২৩তম ওভারে ব্যক্তিগত ৩৯ রানে জীবন পান সিলভা। তার ব্যাট ছুঁয়ে আসা সহজ ক্যাচটি গ্লাভসবন্দী করতে পারেননি উইকেটকিপার মুশফিকুর রহিম। ২৯তম ওভারে ফের জীবন পান। তবে এবার মুশফিক ক্যাচ ধরলেও বল করার সময় স্টাম্পে আল-আমিনের পা লেগে বেল পড়ে যাওয়ায় ‘নো’ বল হওয়ায় টিকে যান সিলভা। ৭৫ রান করে ফিরে গেছেন কুমার সাঙ্গাকারা।
এর আগে দুই ওপেনার যোগ করেছেন ১১৮ রান। মঙ্গলবার দিমুথ করুনারত্নেকে ৫৩ রানে ফিরিয়েছেন সাকিব আল হাসান।
এর আগে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেই বিপর্যয় থেকে দলকে টেনে তুলতে চেস্টা করেছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম। কিন্তু লাভ হয়নি। সিরিজের প্রথম টেস্টে ১ম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে তুলে ২৩২ রান। সাকিব আল হাসান ফিরে যান ৫৫ রান করে। মুশফিকুর রহীম আউট ৬১ রানে।
২৭ রান নিয়ে ব্যাট করছেন। অভিষেক টেস্ট খেলতে নামা সামসুর রহমান শুভ করেছেন ৩৩। এরপর ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ১ম ইনিংসে শ্রীলঙ্কা কোন উইকেট না হারিয়ে তুলেছে ৬০ রান।
সোমবার সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬ রান করে সামিন্দা এরাঙ্গার বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন তামিম ইকবাল। এরপর মার্শাল আইয়ুব ১ এবং মমিনুল হক আউট হন ৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংসে: ২৩২/১০ (মুশফিক ৬১, সাকিব ৫৫, সোহাগ ৪২; এরাঙ্গা ৪/৪৯, লাকমল ৩/৬৬, হেরাথ ২/৫০)
শ্রীলঙ্কা ১ম ইনিংসে: ৩৭৫/৫ (করুনারত্নে ৫৩, সিলভা ১৩৯, সাঙ্গাকারা ৭৫, জয়াবর্ধনে ৪২*, চান্দিমাল ৪০; সাকিব ৩/৯৪, আল-আমিন ১/৮৭)
Discussion about this post