দীর্ঘ ১০ বছর পর আবারও মাঠে গড়াচ্ছে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাইপর্ব। আগামী ১০ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতার খেলা। তার আগে আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট বোর্ডের পরিচালকবৃন্দ এবং অংশগ্রহণকারী ৬০ দলের অধিনায়ক। ৬০টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। দীর্ঘ এক দশক পর প্রতিযোগিতা ফিরিয়ে আনতে পেরে ক্রিকেটার ও সংগঠকদের মাঝে খুশির জোয়ার বইছে।
গেল ১০ বছরে এই বাছাইপর্বের খেলা দুই-তিনটি দল নিয়েই সীমাবদ্ধ ছিল, কারণ অতিরিক্ত এন্ট্রি ফি থাকার ফলে অনেক দল অংশ নিতে পারত না। এবার অংশগ্রহণ বেড়েছে এবং ক্রিকেটের প্রসারে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শপথ বাক্য পাঠ করানো। তিনি ৬০ দলের অধিনায়ককে শপথ পাঠ করান। জাতীয় দলের দুই ফরম্যাটের অধিনায়ক শান্ত শুরু থেকেই পুরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলায় ব্যস্ত। তবে সামনে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর এটাই টাইগারদের প্রথম আন্তর্জাতিক সিরিজ।
Discussion about this post