ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মেয়েদের ক্রিকেটে আইসিসির দশকসেরার পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এলিস পেরি। দশকসেরা নারী ক্রিকেটারের পুরস্কার ‘র্যাচেল হেইহাউ-ফ্লিন্ট অ্যাওয়ার্ড’ পুরুস্কার জিতেছেন তিনি। একইসঙ্গে দশকসেরা ওয়ানডে ও দশকসেরা টি-টুয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই অজি তারকা।
সোমবার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
২০১১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে মেয়েদের প্রতিটি বিভাগে ছয় জনের মনোনয়নের তালিকা প্রকাশ করেছে আইসিসি। দর্শক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটে নির্বাচিত নির্বাচন করা হয় দশকসেরা।
বিবেচিত সময়ে পেরি তিন ফরম্যাট মিলিয়ে ১৭৯ ম্যাচে করেন ৪৩৪৯ রান। উইকেট নিয়েছেন ২১৩টি।
আইসিসির দশকসেরা ক্রিকেটার এলিস পেরি ৬ টেস্টে ১১৪.৬০ গড়ে দুই সেঞ্চুরিতে করেছেন ৫৭৩ রান। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ক্যারিয়ার সেরা অপরাজিত ২১৩ রানের দারুণ এক ইনিংস।
পেরি ৭৩ ওয়ানডেতে ৬৮.৯৭ গড়ে করেছেন ২৬২১ রান। সেঞ্চুরি দুটি। উইকেট নিয়েছেন ৯৮টি। ১০০ টি-টুয়েন্টি ম্যাচে চার ফিফটিতে করেন ১১৫৫ রান। উইকেট ৮৯টি।
অস্ট্রেলিয়ার হয়ে ২০১৩ ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন পেরি। টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ২০১২, ২০১৪, ২০১৮ ও ২০২০ সালে। এমন সাফল্যের স্বীকৃতি পেয়েছেন ৩০ বছর বয়সী পেরি।
Discussion about this post