রীতিমতো বিস্ময়কর ছিল ব্যাপারটা। তিনিই এখন বাংলাদেশের ফর্মে থাকা এক নম্বর ব্যাটসম্যান। দারুণ খেলছেন গত এক বছর ধরেই। কিন্তু সেই লিটন কুমার দাসকেই কীনা সরাসরি সাইনে নেয়নি কোন দল। কিন্তু বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে প্রথম দফাতেই দল পেয়ে গেলেন লিটন। সঙ্গে দল পেলেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও। তারা ছিলেন ৮০ লাখ টাকা পারিশ্রমিকে ‘এ’ ক্যাটাগরিতে।
লটারিতে ক্রিকেটার ডাকার সুযোগ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম সুযোগেই অষ্টম আসরের চ্যাম্পিয়নরা নিয়েছে লিটনকে। দ্বিতীয় ডাকে মুশফিকুর রহিমকে দলে নেয় সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম এরপরই এসে দলে টানে ‘ডি’ ক্যাটাগরিতে থাকা পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
ঢাকা ডমিনেটর্স চার নম্বরে খেলোয়াড় টানে মোহাম্মদ মিঠুনকে। রংপুর রাইডার্স শেখ মেহেদী হাসানকে, ফরচুন বরিশাল মাহমুদউল্লাহ রিয়াদ আর খুলনা টাইগার্স মোহাম্মদ সাইফ উদ্দিনকে নিয়েছে।
দ্বিতীয় রাউন্ডে খুলনা ইয়াসির আলী চৌধুরীকে ভেড়ায়। তারপর ফরচুন বরিশাল মেহেদী হাসান মিরাজকে, রংপুর রাইডার্স হাসান মাহমুদকে, ঢাকা ডমিনেটর্স সৌম্য সরকারকে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুভাগত হোম চৌধুরীকে, সিলেট স্ট্রাইকার্স নাজমুল হোসেন শান্তকে আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স মোসাদ্দেক হোসেনকে নিয়েছে।
ড্রাফটের আগে সরাসরি সাইনিংয়ে আসরের ৭ ফ্র্যাঞ্চাইজি ৭ ক্রিকেটারকে দলে টেনেছে। ৭ ক্রিকেটারের মধ্যে যেখানে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা (সিলেট), তামিম ইকবাল (খুলনা) সাকিব আল হাসান (বরিশাল), আফিফ হোসেন ধ্রুব (চট্টগ্রাম), নুরুল হাসান সোহান (রংপুর), মুস্তাফিজুর রহমান (কুমিল্লা), তাসকিন আহমেদ (ঢাকা)।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৭ ক্যাটাগরিতে ২১৭ জন দেশী ক্রিকেটার ছিলেন। ছিলেন ৪০৫ জন রয়েছে ক্রিকেটার। এ থেকে জি ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য যথাক্রমে- ৮০ লাখ, ৫০ লাখ, ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ও ৫ লাখ।
২০২৩ সালে বিপিএলের নবম আসর শুরু হচ্ছে ২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি অব্দি। এবার খেলছে ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটর্স ও সিলেট স্ট্রাইকার্স।
Discussion about this post