ঈদের পর ব্যস্ততা শুরু হয়ে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এবার লড়াই ভারতের সঙ্গে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য বুধবার ১৬ সদস্যের দল ঘোষণা করল বিসিবি। সালমা খাতুন ছাড়াও এই দলে ফেরানো হয়েছে মারুফা আক্তার ও দিলারা আক্তারকে।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলে জায়গা পেলেন সাথী রানি। এক সিরিজ পরই দলে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার সালমা।
ঢাকা প্রিমিয়ার লিগে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সাথী ৬ ইনিংসে দুই ফিফটিসহ ৫০.৮০ গড়ে ২৫৪ রান করেন ১৫১.১৯ স্ট্রাইক রেটে। তার পথ ধরে জায়গা পেলেন জাতীয় দলে।
সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়লেন ফারজানা হক, লতা মণ্ডল, জাহানারা আলম, ফারিহা ইসলাম তৃষ্ণা। অলরাউন্ডার রুমানা আহমেদও নেই দলের। নিগার সুলতানা অধিনায়ক। সহ-অধিনায়ক নাহিদা আক্তার।
তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে বৃহস্পতিবার বাংলাদেশে আসবে ভারত। আগামী ৯ জুলা তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি। পরের দুটি ১১ ও ১৩ জুলাই। তারপর ১৬, ১৯ ও ২২ জুলাই আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজের তিন ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। প্রতিটি ম্যাচই মিরপুরে। দীর্ঘ ১২ বছর পর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে বাংলাদেশের নারীরা।
বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সাথী রানি, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন ও ফাহিমা খাতুন।
স্ট্যান্ডবাই: ফারজানা হক, লতা মন্ডল, শারমিন আক্তার সুপ্তা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
Discussion about this post